কোচিংয়ে আসার ভাবনা ওয়ার্নারের

সিডনিতে ঘরের মাঠে জীবনের শেষ টেস্ট খেলেই ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার।

Must read

সিডনি, ৭ জানুয়ারি : সিডনিতে ঘরের মাঠে জীবনের শেষ টেস্ট খেলেই ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার। আগামী দিনে কোচিংয়ে আসতে চান অস্ট্রেলিয়ার ব্যাটিং কিংবদন্তি। একই সঙ্গে ওয়ার্নার জানালেন, ফ্র্যাঞ্চাইজি লিগে বিভিন্ন দেশের খেলোয়াড়রা একসঙ্গে খেলার কারণে আগামী এক দশকের মধ্যে ক্রিকেট থেকে স্লেজিং হারিয়ে যাবে।

আরও পড়ুন-২০২৪-এর চ্যালেঞ্জ

‘ফক্স ক্রিকেট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সি ওয়ার্নার বলেছেন, ‘‘আগামী দিনে ভাল কোচ হওয়ার স্বপ্ন দেখি। আগে স্ত্রীর সঙ্গে কথা বলতে হবে, ও আমাকে পরিবার ছেড়ে বাইরে দীর্ঘ ভ্রমণের অনুমতি দেবে কি না, সেটা জানতে হবে।’’

আরও পড়ুন-পর্যটনকেন্দ্রেও শ্রমিক স্বার্থে বিশেষ উদ্যোগ রাজ্যের

কেরিয়ারের শুরুর দিকে বিপক্ষকে স্লেজিংয়ের মাধ্যমে চাপে রাখার প্রসঙ্গ তুলে অস্ট্রেলীয় তারকা ব্যাটার বলেন, ‘‘আগে আমি মাঠে নেমে বিপক্ষ বোলার, ব্যাটারদের ছন্দ নষ্ট করার চেষ্টা করতাম। সেই স্তরের স্লেজিং বা আগ্রাসন ক্রিকেটে আর দেখা যাবে না বলেই মনে করি। আগামী পাঁচ বা দশ বছরের মধ্যে যদি আমি কোচিংয়ে আসি তাহলে পরিস্থিতি আরও বদলে যাবে। এটা হবে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগের জন্যই।’’
ওয়ার্নারকে নিয়ে চারদিকে বিদায়ের সুর। এর মধ্যেই অস্ট্রেলীয় তারকা মনে করিয়ে দিয়েছেন, এখনও সব কিছু শেষ হয়নি। বাকি আছে আরও একটি অধ্যায়। টেস্ট ও ওয়ান ডে থেকে অবসর নিলেও খেলবেন টি-২০ ফরম্যাটে। সামনে টি-২০ বিশ্বকাপ। রবিবার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘‘দু’টি অধ্যায় শেষ হয়েছে, একটি এখনও বাকি। সবাইকে শুধু ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রত্যেককে ভালবাসি। সবার কাছে কৃতজ্ঞ।’’

Latest article