পর্যটনকেন্দ্রেও শ্রমিক স্বার্থে বিশেষ উদ্যোগ রাজ্যের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্রম দফতরের উদ্যোগে পর্যটনকেন্দ্রেও শ্রমিক স্বার্থে এই বিশেষ উদ্যোগ রাজ্যের।

Must read

প্রতিবদেন : বকখালি, দিঘার পর এবার দার্জিলিং। শ্রমিকদের জন্য হল হলিডে হোম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্রম দফতরের উদ্যোগে পর্যটনকেন্দ্রেও শ্রমিক স্বার্থে এই বিশেষ উদ্যোগ রাজ্যের। নাম অবসারিকা। দেখভালের দায়িত্বে পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্যদ। মাত্র ১০০ টাকায় প্রান্তিক শ্রমিকরা সুন্দরভাবে অবসর কাটাতে পারবেন অবসারিকায়।

আরও পড়ুন-স্বাস্থ্যক্ষেত্রে কলকাতা পুরসভার নতুন উদ্যোগ

রবিবার দার্জিলিংয়ের জলাপাহাড়ে নবনির্মিত এই হলিডে হোমের উদ্বোধন করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। ছিলেন মন্ত্রী বুলুচিক বরাইক এবং পশ্চিমবঙ্গ নির্মাণকর্মী কল্যাণ পর্ষদের চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বলেন, শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অভাবনীয় ভাবনা। উদ্যোগ নিয়েছে শ্রম দফতর। চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে বুকিং। এটি ব্রিটিশ আমলের একটি বাড়ি। শ্রম দফতরের কাছে ছিল। এরপর সেটিকে নবরূপে নির্মাণ করে শ্রমিকদের স্বার্থে তৈরি করা হয়েছে। ৬০টি শয্যা বিশিষ্ট এই হলিডে হোম। ১৩টি ঘর আছে। তার মধ্যে দুটি ডরমেটরি।

আরও পড়ুন-মিলছে কি না পরিষেবা, কন্ট্রোল রুম থেকে বাসিন্দাদের ফােন, মডেল গ্রামগুলিকে নিয়ে শুরু সমীক্ষা

একটি ৮ শয্যার এবং অন্যটি ৬ শয্যার ডরমেটরি। এছাড়াও ডবল বেড এবং ত্রিপল বেড রুমও রয়েছে। সাধারণ মানুষও এই হলিডে হোম বুক করতে পারেন। তবে তাঁদের ক্ষেত্রে ভাড়া অন্য। মূলত নথিভুক্ত শ্রমিকরা অগ্রাধিকার পাবেন। তাঁদের জন্য প্রতি শয্যা পিছু ভাড়া ১০০ টাকা। এখানে থাকছে সমস্তরকমের আধুনিক সুবিধা।

Latest article