স্বাস্থ্যক্ষেত্রে কলকাতা পুরসভার নতুন উদ্যোগ

এমনকী স্বাস্থ্যসাথী কার্ডে এই পরীক্ষাগুলির জন্য ধার্য করা মূল্যের থেকেও কম টাকায় নাগরিকদের এই পরিষেবা দেওয়া হবে।

Must read

প্রতিবেদন: শহরের মানুষকে আরও কম খরচে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর কলকাতা পুরসভা। এই নিয়ে নয়া উদ্যোগ নিল পুরসভার স্বাস্থ্য দফতর। অতি স্বল্পমূল্যে বিভিন্নরকমের স্বাস্থ্যপরীক্ষার পরিষেবা দেওয়ার জন্য আসতে চলেছে কলকাতা পুরসভার ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার। আগামী বুধবার ৭৭ নং ওয়ার্ডের মনসাতলা লেনে কবিতীর্থ কমিউনিটি সেন্টারে খুলতে চলেছে পুরসভার এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার।

আরও পড়ুন-মিলছে কি না পরিষেবা, কন্ট্রোল রুম থেকে বাসিন্দাদের ফােন, মডেল গ্রামগুলিকে নিয়ে শুরু সমীক্ষা

আপাতত এখানে নামমাত্র খরচে সিটি স্ক্যান ও এমআরআই পরিষেবা পাওয়া যাবে। ধীরে ধীরে ডিজিটাল এক্স-রে ও আলট্রাসোনোগ্রাফি পরিষেবাও চালু হবে। বাইরের যেকোনও বেসরকারি ল্যাবরেটরির মতোই পরিষেবা মিলবে এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে, কিন্তু প্রায় পাঁচগুণ কম টাকায়। অর্থাৎ যে পরীক্ষা কোনও বেসরকারি পরীক্ষাকেন্দ্রে করাতে গেলে ন্যূনতম ৫০০ টাকা খসাতে হয়, কলকাতা পুরসভার এই ল্যাবরেটরিতে সেই পরীক্ষা করা যাবে ১০০ টাকারও কমে। পুরসভার আওতাধীন শহরের যেকোনও অঞ্চলের বাসিন্দারা এই সুবিধা পাবেন। পরবর্তীতে এইধরনের আরও পরীক্ষাকেন্দ্র খোলা হলে কলকাতার বাইরের মানুষও এই পরিষেবা পাবেন।

আরও পড়ুন-যোগীরাজ্যে চূড়ান্ত বি.শৃঙ্খলা

এমনকী স্বাস্থ্যসাথী কার্ডে এই পরীক্ষাগুলির জন্য ধার্য করা মূল্যের থেকেও কম টাকায় নাগরিকদের এই পরিষেবা দেওয়া হবে। পুরসভার স্বাস্থ্যকেন্দ্র কিংবা সরকার-বেসরকারি যেকোনও হাসপাতালের চিকিৎসক লিখে দিলেও মিলবে পরিষেবা। তবে এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে এলে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আসা বাধ্যতামূলক বলে জানিয়েছেন ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ।

Latest article