যোগীরাজ্যে চূড়ান্ত বি.শৃঙ্খলা

উত্তরপ্রদেশের এটাওয়াতে গাইতে গিয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও ভোর ৫টা থেকেই অনুষ্ঠানস্থলে ভিড় জমতে শুরু করে

Must read

প্রতিবেদন : যত কাণ্ড উত্তরপ্রদেশে। দেশ-বিদেশে অনুষ্ঠান করলেও এমন খারাপ দিন তাঁকে হয়তো কখনওই দেখতে হয়নি। কিন্তু যোগীরাজ্যে অনুষ্ঠান করতে এসে এবার বড় সমস্যায় পড়লেন সঙ্গীতশিল্পী বি-প্রাক। অবস্থা এমন হল যে শো চলাকালীন মাত্র ১ ঘণ্টার মধ্যেই গান বন্ধই করে দিলেন শিল্পী। উত্তরপ্রদেশের এটাওয়াতে গাইতে গিয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও ভোর ৫টা থেকেই অনুষ্ঠানস্থলে ভিড় জমতে শুরু করে।

আরও পড়ুন-ব্যাটিং বিপর্যয়ে হার হরমনদের

পাঁচহাজার দর্শকসংখ্যার মাঠে প্রায় ১৫ হাজারেরও বেশি লোক জমায়েত হয়ে যায়। তারপরই শুরু হয় বেনজির বিশৃঙ্খলা। প্রবল দর্শকের চাপ সামলাতে হিমশিম খান আয়োজকরা। পাশাপাশি ভিড় সামাল দিতে চূড়ান্ত ব্যর্থ হয় যোগী পুলিশ। তবে সময় যত গড়িয়েছে অনুষ্ঠানে আরও ভিড় বাড়তে থাকে। যদিও তার মাঝেই গাইতে ওঠেন বি-প্রাক। দু-তিনটে গানও গান তিনি। কিন্তু শেষমেশ পরিস্থিতি অগ্নিগর্ভ হতে শুরু করলে মাঝপথেই গান থামিয়ে দিতে বাধ্য হন গায়ক। নেমে যান স্টেজ থেকেই। আর এমন অব্যবস্থায় গায়ক নিজেও অত্যন্ত ক্ষুব্ধ হন। এদিকে প্রাক স্টেজ থেকে নেমে যেতেই আরও উত্তপ্ত হয় পরিস্থিতি। ভিড়ের মধ্যে শুরু হয় মারপিট, গালাগালি, চেয়ার-ভাঙা। পাশাপাশি প্যান্ডেলে ভাঙচুর করে উত্তেজিত জনতা।

Latest article