ব্যাটিং বিপর্যয়ে হার হরমনদের

প্রথম ম্যাচে দারুণ জয়ের পর, দ্বিতীয় টি-২০ ম্যাচেই মুখ থুবড়ে পড়লেন হরমনপ্রীত কৌররা।

Must read

মুম্বই, ৭ জানুয়ারি : প্রথম ম্যাচে দারুণ জয়ের পর, দ্বিতীয় টি-২০ ম্যাচেই মুখ থুবড়ে পড়লেন হরমনপ্রীত কৌররা। রবিবার ভারতকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩০ রান তুলেছিল ভারত। জবাবে ১৯ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান তুলে ম্যাচ জিতে নিলেন আলিসা হিলিরা।

আরও পড়ুন-দিনের কবিতা

এদিন শুরু থেকেই ধারাবাহিক ভাবে উইকেট হারিয়েছে ভারত। শেফালি ভার্মা (১), হরমনপ্রীত (৬) ব্যর্থ। শুরুটা ভাল করেও বড় রান পেলেন না স্মৃতি মান্ধানা (২৩), রিচা ঘোষ (২৩), জেমাইমা রডরিগেজরা (১৩)। শেষ দিকে দীপ্তি শর্মা ২৭ বলে ৩০ না করলে, ভারতের রান আরও কম হত। রান তাড়া করতে নেমে বেথ মুনির সঙ্গে ওপেনিং জুটিতে ৫১ রান তুলে নেন হিলি। মুনি (২০) ও হিলি (২৬) আউট হওয়ার পর বাকি কাজটা সারেন এলিসা পেরি। তিনি ২১ বলে ৩৪ করে নট আউট থাকেন। ভারতীয় বোলারদের মধ্যে দীপ্তি শর্মা দুটি উইকেট পান। মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচ।

Latest article