প্রতিবেদন: ফের চরম বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটকের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা। সাম্প্রদায়িক জিগির তুলে প্রকাশ্যে খুনোখুনির হুমকি দিয়েছেন মোদির দলের এই নেতা। কর্নাটকের প্রাক্তন গ্রামীণ বিকাশ ও পঞ্চায়েতরাজ মন্ত্রী ঈশ্বরাপ্পা জনসভায় দাঁড়িয়ে মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। দ্রুত মসজিদ খালি না করলে ভয়ঙ্কর পরিণতিরও হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধী দলগুলি।
আরও পড়ুন-রেকর্ড বিকিকিনি সবলা মেলায় জেলার হস্তশিল্পেই বাজিমাত
বিরোধীদের অভিযোগ, লোকসভা ভোট এগিয়ে আসতেই চেনা ছকে সাম্প্রদায়িক মেরুকরণের কুৎসিত খেলা শুরু করেছে নরেন্দ্র মোদির দল। সমাজে সাম্প্রদায়িক হানাহানি ও অশান্তির পরিবেশ তৈরি করে রাজনৈতিক লাভ পেতে চাইছে বিজেপি। তাই দলের নেতারা অবাধে সাম্প্রদায়িক বিদ্বেষপূর্ণ মন্তব্য, এমনকী খুনের হুঁশিয়ারি দেওয়ার সাহস পাচ্ছেন।
আরও পড়ুন-উত্তর গাজার দখল সম্পূর্ণ, দাবি ইজরায়েলের
বিজেপি নেতা ঈশ্বরাপ্পা বলেন, মন্দির ভেঙে যে জায়গাগুলিতে মসজিদ তৈরি হয়েছে, সেগুলিকে অতি দ্রুত খালি করে দিতে হবে। তাঁর হুমকি, মসজিদ খালি না করলে ভয়ঙ্কর পরিণতি হবে। বেলাগাভিতে হিন্দু শ্রমিক সংগঠনের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ঈশ্বরাপ্পা বলেন, মথুরা-সহ আরও দু’টি জায়গা বিবেচনায় রয়েছে। আজ বা কাল আদালত যেদিনই রায় দিক না কেন, আমরা মন্দির নির্মাণের কাজ চালিয়ে যাব। এই নিয়ে কোনও সন্দেহ থাকা উচিত নয়। কর্নাটকের বিজেপি নেতার কথায়, যেসব এলাকায় মন্দির নির্মাণ করা হয়েছে, সেসব এলাকায় মুসলিমদের স্বেচ্ছায় মসজিদ খালি করতে হবে। অন্যথায় কতজনের মৃত্যু হবে এবং কী কী ঘটবে আমরা জানি না। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সাম্প্রদায়িক উসকানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে ঈশ্বরাপ্পার বিরুদ্ধে।