রেকর্ড বিকিকিনি সবলা মেলায় জেলার হস্তশিল্পেই বাজিমাত

বিরোধীরা মেলা ও খেলা নিয়ে তাচ্ছিল্য করলেও প্রত্যন্ত গ্রামের মানুষরা জানেন যে একটা মেলা কীভাবে তাঁদের রোজগারের জোগান দেয়।

Must read

সংবাদদাতা, কাটোয়া : স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের পাশে দাঁড়াতে ফি-বছরই সবলা মেলা করে রাজ্য সরকার। কাটোয়ার কাশীরাম দাস বিদ্যায়তনের মাঠে পূর্ব বর্ধমান জেলা সবলা মেলা সূচনা ৩০ ডিসেম্বর। উদ্বোধন করেন মন্ত্রী শশী পাঁজা। গতবার মেলায় স্বনির্ভর গোষ্ঠীগুলির রোজগার হয় প্রায় ২৬ লক্ষ টাকা।

আরও পড়ুন-উত্তর গাজার দখল সম্পূর্ণ, দাবি ইজরায়েলের

এবার জেলার ডোকরা, কাঠের পুতুল, শোলাশিল্প, বাঁশশিল্প ইত্যাদি হস্তশিল্পের দৌলতে রোজগার ছাড়িয়ে গেল গতবারকেও। জেলা পরিষদের শিশু ও নারীকল্যাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র জানান, এবার জেলা সবলা মেলায় ৮৩টি স্বনির্ভর গোষ্ঠী পসরা নিয়ে এসেছিলেন। মেলা থেকেই রোজগার হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা। যা সর্বকালীন রেকর্ড। বিরোধীরা মেলা ও খেলা নিয়ে তাচ্ছিল্য করলেও প্রত্যন্ত গ্রামের মানুষরা জানেন যে একটা মেলা কীভাবে তাঁদের রোজগারের জোগান দেয়।

Latest article