মিউনিখ, ৮ জানুয়ারি : মারিও জাগালোর পর এবার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। বিশ্ব ফুটবল হারল আরও এক নক্ষত্রকে। ৭৮ বছর বয়সে প্রয়াত হলেন জার্মান-কিংবদন্তি। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। রবিবার রাতে ঘুমের মধ্যেই না ফেরার দেশে পাড়ি দেন বিশ্বকাপজয়ী জার্মান-অধিনায়ক।
আরও পড়ুন-আইনশৃঙ্খলায় দেশের নিরাপদ শহর কলকাতা
কী অদ্ভুত সমাপতন! শুক্রবার ফুটবল বিশ্ব শোকে ভাসিয়েছিল জাগালোর প্রয়াণের খবরে। যিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ফুটবলার ও কোচের ভূমিকায় বিশ্বকাপ জিতেছিলেন। এবার চিরঘুমের দেশে পড়ি দিলেন একই কৃতিত্বের অধিকারী বেকেনবাওয়ারও! ১৯৭৪ সালে তাঁর নেতৃত্বে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল তৎকালীন পশ্চিম জার্মানি। এরপর ১৯৯০ সালে জার্মানির কোচ হিসেবে বিশ্বকাপ জেতেন বেকেনবাওয়ার। ফুটবলার হিসেবে তাঁর কেরিয়ার যেমন বর্ণময়, তেমনই কোচের ভূমিকাতেও দারুণ সফল ছিলেন তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে চারশোও বেশি ম্যাচ খেলেছেন। সত্তরের দশকে বায়ার্নকে তিনবার ইউরোপিয়ান কাপ জিতিয়েছিলেন। দেশের হয়ে খেলেছেন ১০৩ ম্যাচ। গোল করেছেন ১৪টি। সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন হিসেবে তাঁকে চিরদিন মনে রাখবে ফুটবল দুনিয়া। আধুনিক ফুটবলের সুইপার বা লিবেরোর ভূমিকায় তিনি ছিলেন অসাধারণ দক্ষ।
আরও পড়ুন-দিনের কবিতা
তবে খেলা ছাড়ার পর তাঁর বিরুদ্ধে একবার দুর্নীতির অভিযোগ উঠেছিল। অভিযোগ ২০০৬ বিশ্বকাপ যাতে জার্মানিতে হয় তার জন্য ফিফা সদস্যদের প্রভাবিত করেছিলেন বেকেনবাওয়ার। ২০১৫ সালে ছেলে স্টিফেন মারা যাওয়ার পর থেকেই তাঁর স্বাস্থ্যের অবনতি হতে থাকে। পার্কিনসন রোগে ভুগছিলেন।
সম্প্রতি স্মৃতিশক্তিও অনেকটাই হারিয়ে ফেলেছিলেন। বেকেনবাওয়ারের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার রবিবার রাতে ঘুমের মধ্যেই প্রয়াত হয়েছেন। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তাঁর পাশেই ছিলেন। আশা করি, এই কঠিন সময়ে সবাই ওঁর পরিবারের পাশে থাকবেন।’