উত্তরের পর এবার প্রতিবাদ, দক্ষিণ ভারতে কেন্দ্রের কালা কানুন

কেন্দ্রের আশ্বাসে ভরসা নেই। তাই প্রতিবাদ থেকে পিছু হঠছেন না ট্রাক মালিকরা।

Must read

প্রতিবেদন: কেন্দ্রের আশ্বাসে ভরসা নেই। তাই প্রতিবাদ থেকে পিছু হঠছেন না ট্রাক মালিকরা। নতুন ভারতীয় ন্যায় সংহিতার অধীনে হিট এন্ড রান-এর ঘটনায় কঠোর আইনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত। উত্তরের রাজ্যগুলির পর এবার দক্ষিণেও কেন্দ্রীয় সরকারের নতুন তিন আইনের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিল ফেডারেশন অফ কর্নাটক ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন-প্রয়াত বেকেনবাওয়ার

কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে আগামী ১৭ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক, বাস এবং ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে কর্নাটক ট্রাক-ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন আইন অনুযায়ী, দুর্ঘটনা ঘটার পর পুলিশকে না জানিয়ে পালিয়ে গেলে ট্রাক চালকের ১০ বছরের জেল বা ৭ লক্ষ টাকা জরিমানা হতে পারে। আর এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই অনির্দিষ্টকালের জন্য প্রতিবাদে নামছে সংগঠন। সাংবাদিক সম্মেলনে ফেডারেশন অফ কর্নাটক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সি নবীন রেড্ডি বলেন, যদিও কেন্দ্রীয় সরকার আমাদের এই আইন নিয়ে আলোচনার জন্য ডেকেছিল, তবে কর্মকর্তারা লিখিতভাবে কিছু জানায়নি। মৌখিক আশ্বাসে কোনও ভরসা নেই। এই আইন কেন্দ্রীয় সরকার একতরফাভাবে করেছে।

Latest article