চিল্কা হ্রদে বেড়াতে গিয়ে আচমকাই পথ হারালেন মন্ত্রী

গন্তব্য ছিল পুরী জেলার সাতপাড়া এলাকা। চিল্কা হ্রদের উপর দিয়ে সাতপাড়া যাওয়ার পথে আচমকাই হ্রদের মাঝে তাঁদের নৌকা থেমে যায়।

Must read

প্রতিবেদন : চিল্কা হ্রদে বেড়াতে গিয়ে আচমকা পথ হারিয়ে ফেলেন কেন্দ্রীয় মৎস্য ও পশুপালনমন্ত্রী পরষোত্তম রূপালা। টানা দু’ঘণ্টা জলেই আটকে থাকতে হয় মোদি সরকারের মন্ত্রী এবং তাঁর সঙ্গীদের। পরে অন্য নৌকা তাঁদের উদ্ধার করে।

আরও পড়ুন-প্রয়াত বেকেনবাওয়ার

জানা গিয়েছে, রবিবার বিকেলে চিল্কা হ্রদে গিয়েই আটকে পড়েন কেন্দ্রীয় মৎস্য ও পশু প্রতিপালন মন্ত্রী। তাঁর সঙ্গে আটকে পড়েন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র-সহ অনেকেই। সূত্রের খবর, প্রায় দু’ঘণ্টা নৌকায় আটকে থাকেন তাঁরা। সম্প্রতি, কেন্দ্রীয় মন্ত্রী পরষোত্তম মৎস্যজীবীদের সঙ্গে দেখা করতে ওড়িশা সফরে গিয়েছিলেন। এটি ছিল তাঁর ‘সাগর পরিক্রমা’ প্রকল্পের পর্ব।

আরও পড়ুন-উত্তরের পর এবার প্রতিবাদ, দক্ষিণ ভারতে কেন্দ্রের কালা কানুন

রবিবার খুরদা জেলার বরকুল থেকে নৌকায় ওঠেন। গন্তব্য ছিল পুরী জেলার সাতপাড়া এলাকা। চিল্কা হ্রদের উপর দিয়ে সাতপাড়া যাওয়ার পথে আচমকাই হ্রদের মাঝে তাঁদের নৌকা থেমে যায়। প্রথমে মনে করা হয়েছিল, জলে বিছিয়ে রাখা মাছ ধরার জালে মৎস্যমন্ত্রীর নৌকা হয়তো আটকে গিয়েছে। কিন্তু পরে মন্ত্রীই জানান আসল কারণ। তিনি সাতপাড়ায় গিয়ে সাংবাদিকদের জানান, তাঁদের নৌকার মাঝি পথ হারিয়ে ফেলেছিলেন। তাই জলে আটকে পড়েছিলেন। অন্ধকারও হয়ে এসেছিল। আমাদের নৌকা যিনি চালাচ্ছিলেন, তিনি এই রাস্তায় নতুন। তাই আমরা পথ হারিয়ে ফেলি। সাতপাড়া পৌঁছতে আমাদের দু’ঘণ্টা বেশি সময় লেগেছে।

Latest article