নেতাজি-স্বামীজির বই পাঠ্যক্রমে স্বাগত জানালেন শিক্ষাকর্তারা

নেতাজির আদর্শে অনুপ্রাণিত হওয়ার জন্য বারবার তার লেখা বই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

মৌসুমি বসাক: নেতাজির আদর্শে অনুপ্রাণিত হওয়ার জন্য বারবার তার লেখা বই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ধনধান্য স্টেডিয়ামে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করতে গিয়ে ফের একবার সে-কথাই জানালেন তিনি। শিক্ষা দফতরকে পাঠ্যক্রমে স্বামীজির লেখা একটি বই এবং নেতাজির একটি বইকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিলেন। আর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

আরও পড়ুন-চিল্কা হ্রদে বেড়াতে গিয়ে আচমকাই পথ হারালেন মন্ত্রী

এদিন ধনধান্য স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী বলেন, আমার জীবনের আদর্শ স্বামীজির বই থেকে তৈরি করেছি। আমি একটা বই লিখেছি। দু-বছর আগে বই বেরিয়েছে। পড়ুয়াদের জানা দরকার। স্বাধীনতা সংগ্রামে অনেকের নাম জানি, অনেকের জানি না। মেয়েদের একটা বড় ভূমিকা ছিল। পঞ্চাশজন মহিলাকে নিয়ে একটা বই লিখেছি। নাম ‘মহীয়সী মহিলা’। এডুকেশন ডিপার্টমেন্টকে বলব, নেতাজি সুভাষচন্দ্র বোসের লেখা ‘তরুণের স্বপ্ন’ বইটা এডুকেশনে যেন রাখা হয়। এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, খুব ভাল প্রস্তাব। বিশেষজ্ঞ কমিটিকে বলব এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাতে। তাঁরা এই বিষয়ে সিদ্ধান্ত নিলেই আমাদের তরফে পদক্ষেপ করা হবে। একই সঙ্গে তিনি বলেন, এই ধরনের প্রস্তাব খুবই গঠনমূলক। এই দুটো বই খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। এই দুটি বই যোগ হলে তা ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে।

আরও পড়ুন-উত্তরের পর এবার প্রতিবাদ, দক্ষিণ ভারতে কেন্দ্রের কালা কানুন

অপরদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, স্বাগত জানাই এই ধরনের প্রস্তাবকে। ভবিষ্যৎ প্রজন্মকে এ-ধরনের উদ্যোগ দিশা দেখাবে। ইতিমধ্যেই এই নিয়ে সিলেবাসের রিভিউ মিটিংয়ে কথা হয়েছে। নতুন পাঠ্যক্রমে এই দুটি বই যোগ করা হবে।

Latest article