রাত বাড়ার সঙ্গে সঙ্গেই তিস্তা নদীতে (Teesta River) হঠাৎ জলস্ফীতি। তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে তাই জলস্তর বাড়তে শুরু করেছে। জলপাইগুড়ি (Jalpaiguri) সদর ব্লকের তিস্তাপারের খড়িয়া গ্রামপঞ্চায়েত এলাকায় গতকাল রাত থেকে নদীতে জল বাড়তে শুরু করেছে।
আরও পড়ুন-ওড়িশাগামী বিমানের জরুরি অবতরণ হল কলকাতায়
স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দা ও চাষিরা আতঙ্কে আছে। তিস্তার পারে বারো মাস চাষাবাদ চলে। তাই এভাবে জল ঢুকলে ক্ষতির সম্ভাবনা বেড়েই যায়। শীতের মরশুমে আলু, বাদাম, কড়াইশুটি-সহ বিভিন্ন শীতের সবজি চাষ হয়েছে। সোমবার বিকাল ৪টে নাগাদ তিস্তার কালিঝোড়া থেকে প্রায় ৪০০০ কিউমেক জল ছাড়া হয়। এভাবে জল ছাড়ায় তিস্তা রীতিমত ফুলেফেঁপে উঠেছে। রাত ৮টার মধ্যে সেই জল খড়িয়া গ্রামপঞ্চায়েত এলাকায় ঢুকে পড়ে।
আরও পড়ুন-রাজ্যের হেলিকপ্টারে গঙ্গাসাগর যাবেন রাজ্যপাল
যদিও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রনেই আছে। শীতকালে তিস্তাতে এভাবে জল ছাড়া হয় না। আর এই সময় চাষ অনেকটাই বেশি হয়। এখনও অবধি যে পরিমাণ জল এসেছে ফসলের ক্ষতি হবেনা। তবে জল বাড়লে বিপদ আটকানো যাবে না।