ওড়িশাগামী বিমানের জরুরি অবতরণ হল কলকাতায়

বিমানটি কলকাতার দমদম বিমানবন্দর থেকেই ভুবনেশ্বরের উদ্দেশে যাত্রা করেছিল। ভুবনেশ্বর হয়ে বিমানটির বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল।

Must read

সোমবার সন্ধ্যায় ভুবনেশ্বরগামী একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) বিমান কলকাতা বিমানবন্দরে (Dumdum Airport) জরুরি অবতরণ করেছে। মাঝ আকাশে হঠাৎ করে বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। যাত্রীরা হঠাৎ একটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। বিপদ বুঝে যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানটি ভুবনেশ্বর এর বদলে কলকাতায় ফিরে আসে। বিমানটি কলকাতার দমদম বিমানবন্দর থেকেই ভুবনেশ্বরের উদ্দেশে যাত্রা করেছিল। ভুবনেশ্বর হয়ে বিমানটির বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল।

আরও পড়ুন-রাজ্যের হেলিকপ্টারে গঙ্গাসাগর যাবেন রাজ্যপাল

সোমবার বিকেল ৫টা ১০ মিনিট নাগাদ দমদম বিমানবন্দর থেকে টেকঅফ করেছিল কলকাতা-ভুবনেশ্বর-বেঙ্গালুরু আই৫ ১৫৬৩ উড়ানটি। প্রথম থেকেই নির্ধারিত সময়ের থেকে ৪০ মিনিট দেরিতে ছেড়েছিল বিমানটি। টেকঅফ ঠিকমতোই হয়েছিল। কিন্তু সমস্যা শুরু হয় বিমানটি আকাশে উড়ে যাওয়ার প্রায় আধঘণ্টা পর। আনুমানিক ৫টা ৪০ মিনিট নাগাদ বিমানের যাত্রীরা বিস্ফোরণ শুনতে পান। এরপর বিমানটি টার্বুলেন্সের মধ্যে পড়ে। বিমানসেবিকা সেই সময় খাবার পরিবেশন করছিলেন। তিনি দ্রুত নিজের আসনে ফিরে গিয়ে সিটবেল্ট লাগিয়ে নেন।

আরও পড়ুন-হাসপাতালে ভর্তি মেয়র ফিরহাদ হাকিম

বিস্ফোরণের আওয়াজ এর বেশ কিছুক্ষণ পর বিমানের পাইলট জানান বিমানের ইঞ্জিনে ‘যান্ত্রিক গোলযোগ’ দেখা দিয়েছে। তাই বিমানটি গন্তব্যের উদ্দেশে না গিয়ে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। বিমানটির জরুরি অবতরণ করানো হবে। সন্ধ্যা প্রায় ৬টা ৫ মিনিট নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে পৌঁছয়। ইঞ্জিনিয়ার এবং উড়ান সংস্থার গ্রাউন্ড স্টাফরা এগিয়ে আসে বিমানের দিকে। সেখানে দমকলের ইঞ্জিনও হাজির ছিল। যাত্রীদের বিমানেই থাকার অনুরোধ করা হয়। বিমানটি জরুরি অবতরণ করার কমপক্ষে ৪৫ মিনিট পরে যাত্রীদের বিমান থেকে নামার অনুমতি দেওয়া হয়। পরে একটি পৃথক বিমানের ব্যবস্থা করা হয়। রাত ৮টা নাগাদ সেই বিমানটি যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

Latest article