প্রতিবেদন: উপাচার্যের দফতরে আপাতত যাচ্ছেন না। এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ (Buddhadeb Sau)। তাঁর উপাচার্য পদে থাকা নিয়ে নানান জটিলতা তৈরি হয়েছে। রাজ্যপাল যেমন তাঁকে সরিয়ে দিয়েছেন পদ থেকে। ঠিক তেমনই রাজ্য সরকার তাঁকে দিয়েছে অতিরিক্ত ক্ষমতা। এরমধ্যেই এক বিজ্ঞপ্তি জারি করলেন বুদ্ধদেব সাউ। জানালেন, বর্তমানে উপাচার্যের দফতরে যাচ্ছি না।এদিন বিজ্ঞপ্তিতে বুদ্ধদেব (Buddhadeb Sau) বাবু জানান, আইনি এবং প্রশাসনিক বিভ্রান্তি চলছে। বিশেষ করে আচার্যর অফিস ও রাজ্য সরকারের তরফ থেকে যাদবপুরের অন্তবর্তী ভিসি-র কার্যপ্রণালী নিয়ে একের পর এক নির্দেশ আসছে। আমি সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষা করছি। কাজেই, বর্তমানে উপাচার্যের দফতরে যাচ্ছি না।এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই সমর্থন জানিয়েছিলেন উপাচার্যকে। তিনি বলেছিলেন, আইন অনুযায়ী কোনও উপাচার্যের ছ’মাসের বেশি মেয়াদ থাকার কথা নয়। সেই ছ’মাস তো পেরিয়ে গিয়েছে। সুতরাং আইন অনুযায়ী সমস্ত উপাচার্যের পদত্যাগ করা উচিত। কিন্তু অন্য কেউ যদি পদ না ছাড়েন, তাহলে বুদ্ধদেব সাউ পদত্যাগ করবেন কেন?
আরও পড়ুন- চিনা প্রযুক্তির সহায়তায় কাশ্মীর দখলের চেষ্টা পাকিস্তানের?