ভুবনেশ্বরে সুপার কাপে একই দিনে নামল দুই প্রধান, ক্লেটনের জোড়া গোলেও কষ্টার্জিত জয় ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল ৩ (ক্লেটন ২, ক্রেসপো) হায়দরাবাদ এফসি ২ (রামলুনচুঙ্গা, নিম-পেনাল্টি)

Must read

প্রতিবেদন : হায়দরাবাদ এফসিকে (East Bengal- Hyderabad FC) ৩-২ গোলে হারিয়ে সুপার কাপ অভিযান শুরু ইস্টবেঙ্গলের। তবে বিদেশিহীন ভাঙাচোরা দল নিয়েও দারুণ লড়ল হায়দরাবাদ। তিন পয়েন্টের জন্য রীতিমতো ঘাম ঝরাতে হল কার্লেস কুয়াদ্রাতের ফুটবলারদের। দু’টি দুর্দান্ত গোল করে ম্যাচের নায়ক ক্লেটন সিলভা।
ক্লেটন, বোরহা, হিজাজি ও পারদো, এই চার বিদেশিকে শুরু থেকেই খেলিয়েছেন কুয়াদ্রাত। প্রথম দশ মিনিটেই ইস্টবেঙ্গলের (East Bengal- Hyderabad FC) ২-০ গোলে এগিয়ে যাওয়ার কথা। আট মিনিটে ক্লেটনের ক্রস থেকে নেওয়া নন্দকুমারের ভলি পোস্টে লেগে ফিরে আসে। দু’মিনিট পরেই ফাঁকা গোল পেয়েও বল বারের উপর দিয়ে উড়িয়ে দেন ক্লেটন। ৩৩ মিনিটে অবশ্য বিশ্বমানের গোল করে ক্লেটনই দলকে এগিয়ে দিয়েছিলেন। মহম্মদ রাকিবের ভাসানো সেন্টারে শূন্যে শরীর ছুঁড়ে দিয়ে ডান পায়ের টোকায় বল জালে জড়ান লাল-হলুদের ব্রাজিলীয় স্ট্রাইকার।
যদিও প্রথমার্ধেই সেই গোল শোধ করে দেয় হায়দরাবাদ। ৪৫ মিনিটে গোলটি করেন রামলুনচুঙ্গা। এই গোল হজমের পিছনে দায় এড়াতে পারেন না ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা।
বিরতির পর আরও দুই বিদেশি সাউল ক্রেসপো ও জেভিয়ার সিভেরিওকেও মাঠে নামিয়ে দেন লাল-হলুদ কোচ। ৫৩ মিনিটে অসাধারণ ফ্রি-কিক থেকে গোল করে ফের ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ক্লেটন। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি হায়দরাবাদ। বরং ওই সময় হায়দরাবাদের গতিময় ফুটবলে বেশ কয়েকবার অস্বস্তিতে পড়তে হয়েছে লাল-হলুদ রক্ষণকে। ৭৭ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় তারা। ২-২ করতে ভুল করেননি নিম ভুটিয়া। যদিও নাটকীয়ভাবে পরের মিনিটেই জয়সূচক গোল তুলে নেয় ইস্টবেঙ্গল। বোরহার কর্নার থেকে হেডে বল জালে জড়ান ক্রেসপো। প্রথম ম্যাচে জয় পেলেও, রক্ষণ নিয়ে চিন্তায় কুয়াদ্রাত। লাল-হলুদ কোচের বক্তব্য, ‘‘দুটো গোল হজম করা উচিত হয়েছিল। চোটের জন্য মন্দার খেলতে পারেনি। লালচুনলুঙ্গা জাতীয় শিবিরে। ওরা না থাকায় রক্ষণে কিছুটা ফাঁকফোকর তৈরি হয়েছে। তবে এটা কোনও অজুহাত হতে পারে না।’’

আরও পড়ুন- সাদিকুর গোলে এল তিন পয়েন্ট

Latest article