প্রতিবেদন : চার বছরের শিশুপুত্রকে খুনের ঘটনায় কাঠগড়ায় বেঙ্গালুরুর কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক স্টার্টআপ সংস্থার সিইও (Bengaluru startup CEO) সূচনা শেঠ। কর্মক্ষেত্রে তাকলাগানো সাফল্যের অধিকারী, উচ্চশিক্ষিতা এক মহিলা কীভাবে স্বামীর প্রতি আক্রোশে নিজের শিশুসন্তানকে খুন করতে পারেন ভেবে বিস্মিত আমজনতা। ঘটনার তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে উঠে আসছে।
আরও পড়ুন- আসন সমঝোতা নিয়ে তৎপরতা, তৃণমূলের সঙ্গে বৈঠক করতে চায় কংগ্রেস
পুলিশের প্রাথমিক অনুমান, খুনের পরিকল্পনা বেশ কয়েকদিন আগেই করা হয়েছিল। কারণ সূচনার (Bengaluru startup CEO) ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সেরকম কিছু তথ্য এসে পৌঁছেছে তদন্তকারীদের হাতে। গোয়া পুলিশ জানিয়েছে, ওই সার্ভিস অ্যাপার্টমেন্ট থেকে কাশির ওষুধের একাধিক খালি শিশি মিলেছে। তা থেকেই অনুমান, গোটা ঘটনাই পূর্বপরিকল্পিত। সন্তানকে প্রচুর পরিমাণে ওষুধ খাওয়াতেন সূচনা। যাতে সে সারাক্ষণ আচ্ছন্ন ভাবের মধ্যে থাকে। এর মাঝেই প্রকাশ্যে এল ‘ঘাতক মা’য়ের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত একাধিক তথ্য। অভিযুক্ত সূচনা কলকাতার ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে গ্র্যাজুয়েশন করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর হন। অ্যাস্ট্রোফিজিক্সের সঙ্গে প্লাজমা ফিজিক্সেও বিশেষজ্ঞ তিনি। এছাড়া তিনি সংস্কৃতে স্নাতকোত্তর ডিপ্লোমা করেছেন। নিজের সন্তানকে নৃশংসভাবে খুন করার অভিযোগ সেই মহিলার বিরুদ্ধে! নিজের সন্তানকে খুন করে ব্যাগে দেহ নিয়ে হোটেল থেকে পালিয়ে যাওয়ার ছক করেছিলেন সূচনা শেঠ। ইন্দোনেশিয়ার জাকার্তায় কর্মরত তাঁর স্বামী সন্তানের মৃত্যুর খবর পেয়ে ফিরে এসেছেন। ময়নাতদন্তের পর শিশুর দেহ তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত মা এখন ৬ দিনের পুলিশি হেফাজতে।