প্যারিস, ১০ জানুয়ারি : লিওনেল মেসিকে তোপ দাগলেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি (Nasser Al-Khelaifi- Messi)। তাঁর অভিযোগ, ক্লাব ছাড়ার পর মেসি পিএসজি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে অন্যায় করেছেন।
বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি (Nasser Al-Khelaifi- Messi)। ফরাসি ক্লাবের হয়ে দুই মরশুমে ৭৫ ম্যাচে ৬৭ গোল করেন তিনি। দু’বার ফরাসি লিগও জেতেন। কিন্তু যে লক্ষ্যে তাঁকে আনা হয়েছিল, সেই চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয় অধরাই রয়ে গিয়েছে। যা নিয়ে ক্ষুব্ধ ছিলেন পিএসজি সমর্থকরা। ঘরের মাঠে ম্যাচ খেলার সময় অনেকবার মেসিকে ক্লাব সমর্থকদের বিদ্রুপের শিকার হতে হয়। গত বছর মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর, এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, পিএসজির পরিবেশ পুরোপুরি আলাদা। ফলে তাঁর মানিয়ে নিতে সমস্যা হয়েছিল। আর এতেই ক্ষুব্ধ আল খেলাইফি। পিএসজি সভাপতি বলেন, ‘‘আমরা মেসিকে সম্মান করি। ও সর্বকালের সেরাদের একজন। কিন্তু ক্লাব ছাড়ার পর কেউ যদি পিএসজি নিয়ে নেতিবাচক মন্তব্য করে, সেটা মেনে নেওয়া কঠিন। এটাকে সম্মান দেওয়া বলে না। বরং অসম্মান বলে।’’
আরও পড়ুন- শৃঙ্খলা ভেঙে বাদ নয় শ্রেয়স, ঈশান, দ্রাবিড়ের সাফাই