শৃঙ্খলা ভেঙে বাদ নয় শ্রেয়স, ঈশান, দ্রাবিড়ের সাফাই

Must read

মোহালি, ১০ জানুয়ারি : আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে সুযোগ পাননি শ্রেয়স আইয়ার ও ঈশান কিশান। খবর রটেছিল, শৃঙ্খলাভঙ্গের কারণে এই দুই ক্রিকেটারকে শাস্তি দিয়েছেন নির্বাচকরা। বুধবার রাহুল দ্রাবিড় (Rahul Dravid) সাংবাদিক সম্মেলনে যদিও সাফ জানিয়ে দিলেন, এই খবর ভিত্তিহীন।
দ্রাবিড়ের (Rahul Dravid) বক্তব্য, ‘‘যা রটেছে, তার কোনও ভিত্তি নেই। ওদের দু’জনকে কোনও শাস্তি দেওয়া হয়নি। শ্রেয়স দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-২০ সিরিজ খেলেনি। আমাদের হাতে অনেক ব্যাটার রয়েছে। সবাইকে একসঙ্গে খেলানো সম্ভব নয়। এর সঙ্গে শ্রেয়সকে শাস্তি দেওয়ার কোনও বিষয় নেই। আমার সঙ্গে নির্বাচকদের এই নিয়ে কোনও আলোচনাই হয়নি।’’
তিনি আরও বলেন, ‘‘ঈশান নিজেই বিশ্রাম চেয়েছিল। আমরা ওর ছুটি মঞ্জুর করেছি। ঈশান কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকতে চায়। ও যখন আবার ফিরতে চাইবে, তখন ঘরোয়া ক্রিকেট খেলে জাতীয় দলে ফিরবে।’’ দ্রাবিড় এদিন আরও জানিয়েছেন, ‘‘ব্যক্তিগত কারণে বিরাট কোহলি প্রথম ম্যাচ খেলছে না। তবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে অবশ্যই খেলবে।’’
দ্রাবিড়ের বক্তব্য, ‘‘রোহিতের সঙ্গে ওপেন করবে যশস্বী। আমাদের যা দল, তাতে প্রয়োজনমতো একাদশ বদল করা যায়। যশস্বীর খেলায় টিম ম্যানেজমেন্ট খুশি। রোহিত-যশস্বী খেললে ওপেনিংয়ে ডান-বাঁ কম্বিনেশন হবে।’’ দলের আরেক ব্যাটার রিঙ্কু সিংয়ের প্রশংসা করে দ্রাবিড় বলেন, ‘‘রিঙ্কু আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা খুব ভাল করেছে। ধারাবাহিকভাবে ভাল খেলছে। ফিনিশারের ভূমিকায় দূর্দান্ত। এই সিরিজ ওর কাছেও বড় সুযোগ। ক্রিকেটার হিসাবে নিজেকে আরও উন্নত করে তোলার।’’

আরও পড়ুন- ঝাড়খণ্ড: কোনও সহযোগিতা নয়, ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে নির্দেশিকা জারি সোরেন সরকারের

Latest article