প্রতিবেদন : মুম্বই হামলার মূলচক্রী তথা কুখ্যাত লস্কর জঙ্গি হাফিজ সইদ (Hafiz Saeed- UN) বন্দি রয়েছে পাকিস্তানের জেলে। সন্ত্রাসে মদত দেওয়ার পাশাপাশি ৭টি মামলায় তাঁকে ৭৮ বছরের সাজা সুনিয়েছে পাক আদালত। এমনটাই জানাল রাষ্ট্রসংঘ। শুধু তাই নয় রাষ্ট্রসংঘের বয়ানে আরও জানানো হয়েছে, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের জেলে বন্দি এই জঙ্গি।
মুম্বই হামলার পর থেকেই ভারতের মোস্ট ওয়ান্টেড (Hafiz Saeed- UN) জঙ্গি তালিকাতেও রয়েছে লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা। হাফিজের মাথার দাম এক কোটি ডলার ধার্য করেছে আমেরিকা। এদিকে ২০০৮ সালের ডিসেম্বর মাসে এই জঙ্গিকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দিয়েছিল রাষ্ট্রসংঘ। এতকিছুর পরও শোনা যাচ্ছিল পাকিস্তানের মাটিতে আইএসআই-এর দেখভালে বহাল তবিয়তে রয়েছে এই জঙ্গি। এমনকি রাজনৈতিক দল গড়ে দেশের সাধারণ নির্বাচনেও অংশ নিতে পারে সে। এই অবস্থার মাঝেই এবার রাষ্ট্রসংঘের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকে পাক জেলে বন্দি রয়েছে হাফিজ সইদ।
অন্যদিকে, গত ডিসেম্বরেই হাফিজ সইদের প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল ভারত। এই বিষয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, ‘পাকিস্তান ভারত সরকারের অনুরোধ গ্রহণ করেছে। তারা তথাকথিত আর্থিক তছরুপ মামলায় জড়িত হাফিজ সইদের প্রত্যর্পণ চাইছে। কিন্তু এটাও মনে রাখা দরকার ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও প্রত্যর্পণ চুক্তি নেই।’