অভিষেকের প্রতি কৃতজ্ঞ ডায়মন্ড হারবারের প্রবীণরা

Must read

প্রতিবেদন : সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রতি হৃদয়ের কৃতজ্ঞতা উজাড় করে দিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রবীণ নাগরিকরা। এলাকা জুড়ে খুশির হাওয়া। ১০ নভেম্বর কথা দিয়েছিলেন সাংসদ। হাসি ফোটাতে চেয়েছিলেন মানুষের মুখে। ২ মাসের মধ্যে কথা রেখেছেন অভিষেক। সম্প্রতি ৭৬,১২০ জন বয়স্ক নাগরিককে চিহ্নিত করে তাঁদের হাতে বার্ধক্যভাতা তুলে দেওয়া শুরু হয়েছে সাংসদের একান্ত উদ্যোগে। মাসে ১০০০ টাকা, বছরে ১২,০০০ টাকা। স্বাভাবিকভাবেই তাঁদের কথাবার্তায় অভিষেকের (Abhishek Banerjee) প্রতি কৃতজ্ঞতার প্রতিফলন। এক মহিলা বললেন, আমার তো কেউ নেই। ছেলেপুলে কেউ নেই। আমাকে সাহায্য করার কেউ নেই। টাকাটা পেয়ে খুব উপকার হল। আর এক প্রবীণ মহিলার কথায়, টাকা পেয়ে খুব আনন্দিত আমি। এক বৃদ্ধর প্রতিক্রিয়া, বার্ধক্যভাতা পাচ্ছি এটা খুবই আনন্দের বিষয়। আগে তো কখনও পাইনি। ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন- সংসদীয় নেত্রী হলেন হাসিনা, শপথ নিলেন সাংসদরাও

Latest article