আরপিএফের অত্যাচারের প্রতিবাদে ৫০০ হকার তৃণমূলে

Must read

সংবাদদাতা, হুগলি : হকারদের (Hawkers) ওপর সীমাহীন অত্যাচার বিভিন্ন রেলস্টেশনগুলিতে। হকারদের রুজিরুটি বন্ধ করে ভাতে মারতে চাইছে কেন্দ্রীয় সরকার। এবার তারই জবাব দিলেন হকাররা। কেন্দ্রের অত্যাচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বিরোধী শিবির থেকে ৫০০ হকার যোগদান করলেন আইএনটিটিইউসি অনুমোদিত অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স (Hawkers) ইউনিয়নে। বুধবার শেওড়াফুলি রেলওয়ে স্টেশন চত্বরে অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের উদ্যোগে কেন্দ্রের অত্যাচারের বিরুদ্ধে সভায় দলে দলে যোগ দিলেন তাঁরা। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যোগদানকারীদের হাতে পতাকা তুলে দেওয়ার পর ঋতব্রত বলেন, স্বাধীনতার আগে থেকে রেলস্টেশনে হকারি ব্যবস্থা রয়েছে। কখনও হকার উচ্ছের কথা ভাবা হয়নি। মোদি সরকার এসে সকলকে ভাতে মারার খেলায় নেমেছে। উন্নয়নের ভাবনা না ভেবে দেশকে দেউলিয়া করছে। মানুষ বুঝেছেন, হকাররা বুঝেছেন, শ্রমিকরা বুঝেছেন। সকলেই একযোগে গর্জে উঠেছেন মোদি সরকারের এই অত্যাচারের বিরুদ্ধে। এবার তাঁরাই জবাব দেবেন। এই সভায় ছিলেন তৃণমূল কংগ্রেসের হুগলি সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক অরিন্দম গুঁই, আইএনটিটিইউসির সাংগঠনিক জেলার সভাপতি মনোজ চক্রবর্তী, মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সভাপতি ও বাঁশবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চট্টোপাধ্যায় প্রমুখ। উপস্থিত সকলেই কেন্দ্রের বঞ্চনা এবং অত্যাচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। যোগদানকারী হকাররা শপথ নেন, কেন্দ্রকে জবাব দেবেন তাঁরা।

আরও পড়ুন- অভিষেকের প্রতি কৃতজ্ঞ ডায়মন্ড হারবারের প্রবীণরা

Latest article