প্রবল তুষারঝড় (Winter storm) মার্কিন যুক্তরাষ্ট্রে। তুষারঝড়ের জেরে বহু রাজ্য বিপর্যস্ত। ৮ লক্ষেরও বেশি মানুষ বিদ্যুৎহীন। গত মঙ্গলবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে শুরু হয়েছে তুষারঝড়। তুষারঝড়ের মাঝেই ঝোড়ো হাওয়া-ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে উপকূলে বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-বিজেপির রাজনীতি : রামমন্দির অনুষ্ঠানে তাই যাবে না কংগ্রেস
১২টি জেলায় বিদ্যুৎ না থাকায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। পুরু বরফের আস্তরণের জেরে বন্ধ বহু রাস্তাঘাট। যান চলাচলও ব্যাহত। পর্যটকদের পাশাপাশি থেকে স্থানীয়দের জন্য সতর্কতা জারি করেছে প্রশাসন। স্থানীয়দের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। তুষারঝড়ের (Winter storm) জেরে নিউ ইয়র্কেও জারি করা হয়েছে সতর্কতা।