রূপমের শো’তে অরাজকতা, বিশৃঙ্খলা সামলাতে মাঠে পুলিশ

এরপর একপ্রকার বাধ্য হয়েই কালনা থানার পুলিশকে লাঠিপেটা করতে হয়। অবশেষে বেশ খানিক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Must read

বুধবার পূ্র্ব বর্ধমানের (East Burdwan) কালনায় ‘খাদ্য পিঠে-পুলি’ উৎসবে চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ এসে মারামারি-হাতাহাতি থামায় অবশেষে। বুধবার রূপম ইসলামের শো’তে বহু মানুষ মাঠে ভিড় জমিয়েছিলেন। মাঠের বাইরেও প্রচুর জনসমাগম ছিল। একসময় মাঠের ভিতরে হুড়োহুড়ি করে লোকজন ঢুকে পড়ে। ব্যারিকেড ভেঙে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুন-সংখ্যালঘু ছেলেমেয়েদের মানোন্নয়নে উদ্যোগী মুখ্যমন্ত্রী

কয়েকদিন আগে অনুপম রায়ের অনুষ্ঠানেও এমন ঘটনা ঘটেছিল। পুলিশ এই বিষয়ে জানিয়েছে, বুধবার পূর্ব বর্ধমানের কালনাতে ‘খাদ্য পিঠে-পুলি’ উৎসবে রূপম ইসলাম ও তাঁর ব্যান্ড ফসিলস গান গাইতে ওঠে। হুড়োহুড়ি করে মাঠে ঢুকতে থাকেন প্রচুর মানুষ। ব্যারিকেড দিয়ে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। আয়োজকদের পাত্তা না দিয়েই মাঠের ভেতরে লোকজন ঢুকে যায়। পাঁচিল টপকেও অনেকে ভেতরে ঢোকেন।

আরও পড়ুন-বিজেপির রাজনীতি : রামমন্দির অনুষ্ঠানে তাই যাবে না কংগ্রেস

পরিস্থিতি সামলাতে না পেরে ধাক্কাধাক্কিতে অনেকে মাটিতে পড়ে যান। মাঠের ভেতরে মারামারিও শুরু হয়। এর মধ্যেই আবার কয়েকজনকে হাতে অস্ত্র নিয়ে ঝামেলা করতে দেখা যায়। সমস্যা যখন চরমে পৌঁছয় তখন আয়োজকরা পুলিশে খবর দেয়। কালনা থানার পুলিশ এসে মাঠ খালি করতে বললেও অনেকেই সে কথায় কান না দিয়ে অরাজকতায় লিপ্ত হয়। এরপর একপ্রকার বাধ্য হয়েই কালনা থানার পুলিশকে লাঠিপেটা করতে হয়। অবশেষে বেশ খানিক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Latest article