সংখ্যালঘু ছেলেমেয়েদের মানোন্নয়নে উদ্যোগী মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী খেলাধুলা, পড়াশুনা, সাংস্কৃতিক পরিবেশ-সহ সর্বক্ষেত্রে সংখ্যালঘুদের যেভাবে উন্নয়ন করছেন, তা নজিরবিহীন।

Must read

সংবাদদাতা, বারাসত : মুখ্যমন্ত্রী খেলাধুলা, পড়াশুনা, সাংস্কৃতিক পরিবেশ-সহ সর্বক্ষেত্রে সংখ্যালঘুদের যেভাবে উন্নয়ন করছেন, তা নজিরবিহীন। তাঁর নির্দেশেই আমরা কাজ করছি। বুধবার বারাসত কাছারি ময়দানে উত্তর ২৪ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩-২০২৪-এর উদ্বোধনে এসে এমনই মন্তব্য করেন সংখ্যালঘু ও মাদ্রাসা বিষয়কমন্ত্রী তাজমুল হোসেন।

আরও পড়ুন-বিজেপির রাজনীতি : রামমন্দির অনুষ্ঠানে তাই যাবে না কংগ্রেস

প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদকে অভিনন্দন জানান তিনি। উত্তরোত্তর এ ধরনের উদ্যোগ আরও বৃদ্ধি পাবে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর কল্যাণে। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, রাজ্যের এক প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন মাদ্রাসাগুলিতে জঙ্গি কার্যকলাপ হয়। রাজ্যে পালাবদলের পর বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে মাদ্রাসা শিক্ষার অভূতপূর্ব উন্নয়ন করেছেন। মাদ্রাসা শিক্ষার মান ক্রমান্নয়ে বেড়ে চলেছে। এদিন একেএম ফারহাদ জানান, ১৪তম জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় জেলার ৯৪টি মাদ্রাসার ৪টি বিভাগের ৬১ ইভেন্টে ৭৫০ ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছে।

আরও পড়ুন-মায়াময় মানসার

এদের মধ্যে যারা প্রথম হবেন তারা আগামী ১৫-১৭ জানুয়ারি মালদহ ও মুর্শিদাবাদে রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশ নেবেন। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর আনুকুল্যে মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের মধ্যে খেলাধুলার প্রবণতা বেড়েছে। বিশেষ করে ছাত্রীদের মধ্যে উৎসাহ বেড়েছে। মন্ত্রী ও কর্মাধ্যক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, সভাধিপতি নারায়ণ গোস্বামী, কর্মাধ্যক্ষ মফিদুল হক শাহাজী, নিমাই ঘোষ, সুনীল মুখোপাধ্যায়, মাদ্রাসা বোর্ডের উপসচিব আজিজার রহমান প্রমুখ।

Latest article