মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Examination) নজরদারিতে এবার শিক্ষক ঘাটতি মেটাতে বড় সিদ্ধান্ত নিল পর্ষদ। পরীক্ষাকেন্দ্রের পার্শ্ববর্তী স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের এবার দেওয়া হবে নজরদারির দায়িত্ব। বাধ্যতামূলকভাবে নজরদারির দায়িত্ব তাদের পালন করতে হবে। যাদের দায়িত্ব দেওয়া হবে তারা কোনভাবেই “না” বলতে পারবেন না। স্কুলগুলিকে শিক্ষক-শিক্ষিকাদের বাধ্যতামূলকভাবে নজরদারির দায়িত্বে পাঠাতে হবে। না পাঠালে শাস্তি আটকানো যাবে না।
আরও পড়ুন-‘পুলিশ আমাদের রক্ষাকর্তা’ আক্রান্ত সাধুর বয়ানে রাজনীতির অবসান
মধ্যশিক্ষা পর্ষদ বিভিন্ন জেলার স্কুল পরিদর্শকদের এই মর্মে একটি নির্দেশিকা পাঠাল। চাকরি বাতিলের ফলে বেশ কয়েকটি জায়গায় শিক্ষক নিয়ে সমস্যা রয়েছে। সেই ঘাটতি মেটাতে এবার এই সিদ্ধান্ত নেওয়া হল। জানা গিয়েছে, শেষ বারের মাধ্যমিকের একাধিক উত্তরপত্রের মূল্যায়নে ভুল ছিল। এ বারে আর ভুল রাখতে চাইছে না পর্ষদ৷ চলতি বছরে ১৫০-এর বেশি শিক্ষক শিক্ষিকা মূল্যায়নের তালিকা থেকে বাদ পড়েছেন। ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। লক্ষ লক্ষ পরীক্ষার্থী তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে। পর্ষদ এদিন নির্দেশিকায় জানিয়েছে আগামী ২২ জানুয়ারি থেকে বিভিন্ন স্কুলগুলি পর্ষদের ক্যাম্প অফিসগুলি মারফত অ্যাডমিট কার্ড নিতে পারবে। সকাল ১১ টা থেকে ক্যাম্প অফিসগুলি থেকে অ্যাডমিট কার্ড নেওয়া যাবে। ২৪শে জানুয়ারি থেকে স্কুলগুলি থেকে ছাত্র-ছাত্রীরা পরীক্ষার অ্যাডমিট কার্ড নিতে পারবেন।