সংবাদদাতা, বারাসত : ইন্ডিয়া জোট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাব দিয়েছেন, তাই মেনে নিয়েছে। ফলে অধীর কী বললেন তাতে কিছু যায়-আসে না। উনি যেটা বলছেন, সেটা ওঁর দল বুঝবে। অধীরের মন্তব্যে জোটে কোনও প্রভাব পড়বে না। বললেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শনিবার সন্ধ্যায়, বারাসত সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত মহিলা কর্মিসভায়, বারাসত বিদ্যাসাগর মঞ্চে।
আরও পড়ুন-অভিষেকের নির্দেশে শিবির পুণ্যার্থীদের পরিষেবা তৃণমূলের
সভায় সাত বিধানসভার প্রায় আড়াই হাজার মহিলা কর্মী ছিলেন। ছিলেন সাংসদ তথা বারাসত সাংগঠনিক জেলা সভাপতি ডাঃ কাকলি ঘোষদস্তিদার, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, জেলা মহিলা তৃণমূল সভাপতি স্বপ্না বসু প্রমুখ। কাকলি কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা ঘরের মহিলাদের সঙ্গে জনসংযোগ বাড়ান। সর্বত্র মহিলাদের সঙ্গে বিজেপির কুকীর্তি, ধর্ম নিয়ে বিভাজন, রাজ্যের প্রতি বঞ্চনা, মহিলাদের উপর অত্যাচারের বিষয়গুলি তুলে ধরুন। পাশাপাশি এ-রাজ্যে মহিলারা যে সুরক্ষিত, রাজনৈতিক ক্ষেত্রেও মহিলাদের ৪০ শতাংশ সংরক্ষণ দিচ্ছেন মুখ্যমন্ত্রীর সেকথাও তুলে ধরুন।