অভিষেকের নির্দেশে শিবির পুণ্যার্থীদের পরিষেবা তৃণমূলের

গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের যাতে কোনওরকম সমস্যা না হয় সে বিষয়ে আগেই নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের যাতে কোনওরকম সমস্যা না হয় সে বিষয়ে আগেই নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর নির্দেশ মতোই ডায়মন্ডহারবারের তৃণমূল কর্মীরা পরিষেবা প্রদানে শামিল হলেন। ইতিমধ্যেই টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৈরি করা হয়েছে ক্যাম্প। বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত ১৭টি ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে পুণ্যার্থীদের জন্য।

আরও পড়ুন-শীতের আমেজের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস

এছাড়াও মেলায় কিউআর কোডের ব্যবস্থা করা হয়েছে। এই কোড স্ক্যান করলেই খুঁজে পাওয়া যাবে প্রয়োজনীয় জিনিস। ডায়মন্ড হারবারের টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন তরফদার বলেন, মেলায় ক্যাম্প থেকে পথনির্দেশে সাহায্য করা হচ্ছে। গরম চা, পানীয় জল, ছোলা-বাতাসা খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। ১৭ জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্পগুলি থেকে পরিষেবা দেওয়া হবে।

Latest article