সংবাদদাতা, ডেবরা : উন্নয়নের এক বড় হাতিয়ার রাস্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোড়া থেকেই এই দিকটায় জোর দেন। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্যের নিজের টাকায় কাজ চালিয়ে যাচ্ছেন। এই লক্ষ্যে তিনি তৈরি করেছেন পথশ্রী প্রকল্প। সেই পথশ্রী প্রকল্পেই নতুন রাস্তা পেল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ টাবাগেড়্যা গ্রাম। কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে বহু পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরির শিল্যান্যাস করেন। সেই সময় ডেবরার বিধায়ক ড. হুমায়ুন কবির ওই এলাকার রাস্তার শিল্যান্যাস করেছিলেন। তারপর মাঝে কয়েকমাস কেটে গিয়েছে। অবশেষে সেই রাস্তার কাজ সম্পূর্ণ হয়। যার জন্য বরাদ্দ হয়েছিল প্রায় ৩০ লক্ষ টাকা।
আরও পড়ুন-প্রকল্পের জয়গান গেয়ে তৃণমূলে যোগ মহিলাদের
এই রাস্তা তৈরিতে উদ্যোগী হয়েছিলেন জেলার পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, গ্রামপঞ্চায়েতের উপপ্রধান চন্দন বেরা প্রমুখ। সত্যপুর হাসপাতাল থেকে সমাজগড়া পর্যন্ত যে রাস্তাটির কাজ বাকি আছে সেটাও আগামী দিনে হবে বলে হুমায়ুন জানিয়েছেন। এই রাস্তা তৈরি করে দেওয়ার জন্য বিডিও এবং জয়েন্ট বিডিওকেও ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। নতুন রাস্তা হওয়ায় তাদের অনেক সুবিধে হবে।