এখন অসংগঠিত শ্রমিকেরা বহুগুণ সুবিধা পান : মলয়

আসানসোলে ২০২৪-এর শ্রমিকমেলার উদ্বোধন হল রবিবার।

Must read

সংবাদদাতা, আসানসোল : আসানসোলে ২০২৪-এর শ্রমিকমেলার উদ্বোধন হল রবিবার। এদিন জাতীয় সড়কের ধারে শীতলা মাঠে দুপুর তিনটে নাগাদ দুদিনের মেলার উদ্বোধন করেন শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। মলয় বলেন, সামাজিক সুরক্ষা যোজনায় আগে উপভোক্তাকে দিতে হত ২৫ টাকা, সরকার দিত ৩০ টাকা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম বদলে করেছেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। এখন উপভোক্তাদের আর টাকা দিতে হয় না। বাম আমলে ২০০০-১১ উপভোক্তারা পেয়েছিলেন ৯ কোটি ২৫ লক্ষ টাকা। তৃণমূলের আমলে পেয়েছেন ২,৩০০ কোটি টাকা। অসংগঠিত শ্রমিকেরা বহুগুণ বেশি সুবিধা পেয়েছেন, এই পরিসংখ্যানই তার প্রমাণ।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পে রাজ্য জুড়েই চলেছে কাজ, ডেবরায় হল নতুন রাস্তা

সভায় উপস্থিত আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মলয়ের সুরেই ঋতব্রত বলেন, অসংগঠিত শ্রমিকদের কথা ভেবেছেন আমাদের মুখ্যমন্ত্রীই। বাম আমলে শ্রমিকদের কথা ভাবা হয়নি। ছিলেন জেলা সভাপতি অভিজিৎ ঘটক, পুরপ্রধান অমরনাথ চট্টোপাধ্যায়, ওয়াসিমুল হক, জেলাশাসক এস পন্নাভালাম, পুলিশ কমিশনার সুধীর চৌধুরী প্রমুখ।

Latest article