আজ পবিত্র মকর সংক্রান্তি। ভারতজুড়ে সাড়ম্বরে এই দিনটি পালন করা হয়। সূর্য যে দিন মকর রাশিত প্রবেশ করে, ওই দিনটিকে মকর সংক্রান্তি হিসেবে পালন করা হয়। সাধারণত জানুয়ারি মাসের ১৫-১৬ তারিখ নাগাদ এই দিনটি পালিত হয়। মকর সংক্রান্তিতে (Makar Sankranti) সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক জানিয়েছেন, “সকলকে আনন্দময় মকর সংক্রান্তির (Makar Sankranti) শুভেচ্ছা! সূর্যের উষ্ণতা সমস্ত নেতিবাচকতা দূর করুক। মকর উৎসব এবং পিঠে-পুলির মিষ্টি আপনাদের ঘরে আনন্দ এবং সমৃদ্ধিতে ভরিয়ে দিক।”
Wishing everyone a joyous Makar Sankranti!
May the warmth of the sun dispel all negativity, while the vibrant festivities and the sweetness of pitha-puli fill your homes with joy and prosperity
Let’s embrace the promise of a new season with gratitude and togetherness!
— Abhishek Banerjee (@abhishekaitc) January 15, 2024
মকর সংক্রান্তি হিন্দু ধর্মের উৎসব। এই উৎসব কেরল এবং তামিলনাড়ুতে পোঙ্গল, কর্ণাটকে সংক্রান্তি, হরিয়ানায় মাঘি, গুজরাত-উত্তরাখণ্ডে উত্তরায়ণ এবং উত্তরপ্রদেশ-বিহারে খিচড়ি বা মকরের মতো সারা দেশে বিভিন্ন নামে পরিচিত। পশ্চিমবঙ্গে এটি মকর সংক্রান্তি নামে পালিত হয়।