প্রতিবেদন : কেন্দ্র নির্ভরশীলতা পুরোপুরি কাটিয়ে ওঠার বন্দোবস্ত করে ফেলল রাজ্য। এবার রাজ্য সরকার নিজেরাই সম্বৎসর রাজ্যের গরিব মানুষকে রেশন (ration) দেবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য এবার থেকে বিনামূল্য রেশন দেবে সারা বছর। এ ব্যাপারে সবরকম প্রস্তুতি নিয়ে ফেলেছেন তিনি। কেন্দ্রের কোনও সাহায্য না নিয়েই তিনি বাংলার মানুষকে বিনামূল্যে রেশন দেবেন।
একশো দিনের কাজ, আবাস যোজনার মতো একাধিক প্রকল্পে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বরাদ্দ মিলছে না। রাজ্য দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনার স্বীকার।
আরও পড়ুন-বিজেপির সবাই চোর দলটাই ক্রিমিনালে ভরা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্র একশো দিনের কাজ, আবাস যোজনার বকেয়া তো দিচ্ছেই না, তার উপর এখন রেশন বাবদ রাজ্যের পাওনা সাত হাজার কোটি টাকাও আটকে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ডিসেম্বর মাসে তিনি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বকেয়া সংক্রান্ত আবেদন করেন। বকেয়া মেটানোর আশ্বাসও দেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের প্রাপ্য বকেয়া মেলেনি। এদিন প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, যে পরিমাণ বকেয়া ছিল, তার সঙ্গে যুক্ত হয়েছে রেশনের ৭০০০ কোটি টাকা। কিন্তু কোনও টাকাই দিচ্ছে না কেন্দ্র। এর পরিপ্রেক্ষিতে নবান্ন সূত্রে বলা হয়েছে, রাজ্য গরিব মানুষকে নিজেদের টাকায় চাল, গম ও অন্যান্য রেশনসামগ্রী দেবে সারা বছর। কেন্দ্রের টাকার উপর তারা আর ভরসা করবে না। এ ব্যাপারে সবরকম প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে। শুধু বাস্তবায়নের অপেক্ষা।