রাজ্যের উদ্যোগে ফরাক্কা এনটিপিসির ঠিকাশ্রমিকেরা আসছেন চুক্তির আওতায়

১৮ জানুয়ারি কলকাতায় লেবার কমিশনারের সামনে এনটিপিসি কর্তৃপক্ষ এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং লেবার কন্ট্রাক্টরের উপস্থিতিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : ৩০ বছর টানা আন্দোলন চালানোর পর অবশেষে দাবি আদায়ে সফল হলেন ফরাক্কার এনটিপিসি (NTPC) তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা ‘আনলোডিং ইউনিটে কর্মরত প্রায় সাড়ে পাঁচশো ঠিকাশ্রমিক। রাজ্য সরকারের উদ্যোগে চুক্তির আওতায় আসতে চলেছেন তাঁরা। সোমবার রাতে এনটিপিসি কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম এবং শ্রমিক সংগঠনের দীর্ঘ বৈঠকের পর শ্রমিক, লেবার কন্ট্রাক্টর এবং এনটিপিসি কর্তৃপক্ষের মধ্যে চুক্তির শর্তগুলো ঠিক হয়। ১৮ জানুয়ারি কলকাতায় লেবার কমিশনারের সামনে এনটিপিসি কর্তৃপক্ষ এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং লেবার কন্ট্রাক্টরের উপস্থিতিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে।

আরও পড়ুন-কেন্দ্র নির্ভরশীলতা কাটিয়ে ওঠার ঘোষণা মুখ্যমন্ত্রীর, গরিবদের বিনামূল্যে রেশন দেবে রাজ্যই

ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ‘‘ওই ইউনিটে কর্মরত শ্রমিকদের স্কিলড, আনস্কিলড এবং সেমিস্কিলড‌তিন ভাগে ভাগ করে চুক্তির বিভিন্ন শর্ত নির্ধারিত হয়েছে। নতুন এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় প্রত্যেক শ্রমিকের বেতন মাসে অন্তত তিন হাজার টাকা করে বাড়বে।’’‌ এতদিন শ্রমিকদের সঙ্গে এনটিপিসির কোনও চুক্তি না থাকায় প্রতি বছরই তাঁদের পুলিশ ভেরিফিকেশন করাতে হত। দিনমজুরিতে কাজ পেতেন তাঁরা। প্রসঙ্গত, ২১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফারাক্কা এনটিপিসি প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন শতাধিক ওয়াগন থেকে কয়লা ‘আনলোড’ করতে হয় ঠিকাশ্রমিকদের। ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের আইএনটিটিইউসি চুক্তিভিত্তিক শ্রমিক ইউনিয়নের সভাপতি সোমেন পাণ্ডে বলেন, ‘‘এই চুক্তির ফলে কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা বৃদ্ধি পাবে।’’‌

Latest article