নামিবিয়া (Namibia) থেকে স্থানান্তরিত করা আরেকটি চিতা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) মারা গিয়েছে। ডিরেক্টর লায়ন প্রজেক্টের মতে, নামিবিয়ার চিতা “শৌর্য” মঙ্গলবার, ১৬ই জানুয়ারী মারা গিয়েছে| ২০২২ সালে নামিবিয়া থেকে ভারতে আনা চিতার মধ্যে এটি দশম মৃত্যু। নামিবিয়া থেকে আনার সময় চিতার নাম ছিল “ফ্রেডি। ভারতে আসার পর চিতার নাম পরিবর্তন করে রাখা হয় ‘শৌর্য’।
আরোও পড়ুন-কড়া নিরাপত্তায় পুরীতে আজ করিডোর উদ্বোধন
সূত্রের খবর, “শৌর্য” বিকেল ৩:১৭ নাগাদ মারা যায়। সকাল ১১ টার দিকে, ট্র্যাকিং টিম তার বিভ্রান্তিকর গতিবিধি পর্যবেক্ষণ করে এবং এর পরেই তারা প্রাণীটিকে ট্রান্সকুইলাইজ করে। সেই সময় চিতার মধ্যে বেশ দুর্বলতা লক্ষ্য করা গিয়েছে। CPR-তে সাড়া দিতে ব্যর্থ হয় চিতা বাঘটি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান পরিচালক। নামিবিয়া থেকে স্থানান্তরিত তিব্লিসি, একটি মহিলা চিতা গত বছরের আগস্টে মারা যায়। ৪ঠা ডিসেম্বর বিশ্ব চিতা দিবসে তিব্লিসি তার প্রথম শিকার করে সংবাদ শিরোনামে উঠে এসেছিল।
আরোও পড়ুন-ব্যাহত রেল-বিমান চলাচল
প্রসঙ্গত, “প্রজেক্ট চিতা”র অধীনে, ১৭ই সেপ্টেম্বর, ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে কুনো জাতীয় উদ্যানে আটটি নামিবিয়ান চিতা ছাড়া হয়। এছাড়াও, ২০২৩ সালের ১৮ই ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনা হয়েছিল।