কড়া নিরাপত্তায় পুরীতে আজ করিডোর উদ্বোধন

ওড়িশা সরকার শ্রী মন্দির (Shree Mandir) পরিক্রমা প্রকল্প পরিদর্শনের জন্য এক মাস ধরে প্রতিদিন প্রায় ১০,ooo জনসাধারণকে পরিচালনা করার প্রস্তুতি নিয়েছে

Must read

ওড়িশা সরকার শ্রী মন্দির (Shree Mandir) পরিক্রমা প্রকল্প পরিদর্শনের জন্য এক মাস ধরে প্রতিদিন প্রায় ১০,ooo জনসাধারণকে পরিচালনা করার প্রস্তুতি নিয়েছে। পুরীর (Puri) বিখ্যাত জগন্নাথ মন্দিরের (Jagannath temple) চারপাশে ৮০০ কোটি টাকার হেরিটেজ করিডোর (Heritage corridor) তৈরী হয়েছে। করিডোরটি আজ, ১৭ই জানুয়ারী উদ্বোধন করা হবে। নিরাপত্তা ব্যবস্থা থেকে লজিস্টিক্যাল সুবিধা পর্যন্ত, পট্টনায়ক সরকার ভক্তদের জন্য ত্রুটিহীন অভিজ্ঞতা নিশ্চিত করতে কোনও সুযোগ ছাড়ছে না।

আরোও পড়ুন-ব্যাহত রেল-বিমান চলাচল

প্রকল্পটি ডিসেম্বর ২০১৯ সালে ঘোষণা করা হয়েছিল। মন্দিরের বাইরের দেওয়ালের (মেঘনাদা পাচেরি) চারপাশে নির্মিত একটি ৭৫-মিটার মুক্ত প্যাসেজ রয়েছে। এই প্রকল্পের লক্ষ্য মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভক্তদের মৌলিক নাগরিক সুবিধা প্রদান করা। জগন্নাথ হেরিটেজ করিডোর ১৭ই জানুয়ারী উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক উদ্বোধন করতে চলেছেন৷ প্রকল্পটি ৯৪৩ কোটি টাকা খরচ করে বাস্তবায়িত করা হয়। কর্তৃপক্ষ প্রথম সপ্তাহে লক্ষাধিক ভক্তের আগমনের আশা করছে৷

আরোও পড়ুন-এবার বদলা নিল ইরান, সিরিয়া ও ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা, গুঁড়িয়ে দেওয়া হল মোসাদের কার্যালয়

বিজু জনতা দল একটি ভক্তিমূলক পদযাত্রার আয়োজন করেছে এবং সকলকে এই যাত্রায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । চার শঙ্করাচার্য এবং ভারত ও নেপালের ১০০ টি মন্দিরের ধর্মীয় প্রধানরা করিডোর উদ্বোধনের পবিত্র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ২.৩ কিমি দীর্ঘ ৪ লেনের শ্রী সেতু নির্মাণ করা হচ্ছে দুশো কোটি টাকা ব্যয় করে। প্রায় একশত পুলিশ কর্মকর্তা নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। ডিজিপি, গোয়েন্দা বিভাগের মাথা সঞ্জীব পান্ডা, পুলিশের ডিজিপি (আইনশৃঙ্খলা) সঞ্জয় কুমার, মহাপরিদর্শক (সেন্ট্রাল রেঞ্জ) আশিস সিং এবং পুরীর পুলিশ সুপার (এসপি) কানওয়ার বিশাল সিং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে ইতিমধ্যেই সম্পূর্ণ এলাকা পরিদর্শন করেছেন এবং সকাল থেকেই কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে মন্দির চত্বর।

Latest article