এবার বদলা নিল ইরান, সিরিয়া ও ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা, গুঁড়িয়ে দেওয়া হল মোসাদের কার্যালয়

রয়টার্স সূত্রে খবর, সোমবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইজরায়েলের গুপ্তচরবাহিনীর সদর দফতরে হামলা চালানো হয়।

Must read

প্রতিবেদন : লাগাতার ১০০ দিন ধরে চলতে থাকা রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে এবার ময়দানে হামাস-সমর্থক ইরান। ইরাক ও সিরিয়ার অবস্থিত ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের দফতর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে খোমেইনির দেশ। এর ফলে গুঁড়িয়ে গেল ইরাকে মোসাদের সদর দফতর। শুধু তাই নয়, এই হামলা আরও ব্যাপক আকারে তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সব মিলিয়ে ইজরায়েলের হামাস বিরোধী যুদ্ধে যোগ হল নয়া মাত্রা।

আরোও পড়ুন-উড়ানের দেরির জন্য যাত্রী দুর্ভোগ, এবার নির্দেশিকা জারি ডিজিসিএর

রয়টার্স সূত্রে খবর, সোমবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইজরায়েলের গুপ্তচরবাহিনীর সদর দফতরে হামলা চালানো হয়। এনিয়ে একটি বিবৃতি প্রকাশ করে ইরান রেভোলিউশনারি গার্ডস। যেখানে মোসাদের নাম উল্লেখ করে জানানো হয়, ‘ওই অঞ্চলে গুপ্তচরবাহিনীর সদর দফতরগুলোতে হামলা চালানো হয়েছে। ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে সেগুলো ধ্বংস করার জন্য। ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ শানানো হয়েছে।’ একই সঙ্গে জানানো হয়েছে, সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত অপরাধীদের দমন করতে অভিযান শুরু করা হয়েছে। তবে ইরানের এহেন আচরণের তীব্র নিন্দা করেছে ইরাক।

আরোও পড়ুন-কলেজ-ছাত্রীর শ্লী.লতাহানি এবিভিপির ২ সদস্যের

ইরান বাহিনীর হামলায় ওই অঞ্চলে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। আহত হয়েছেন ৬ জন। কুর্দিস্তান সরকারের নিরাপত্তা পরিষদ বিবৃতি প্রকাশ করে, ইরানের এই হামলাকে ‘অপরাধ’ বলে গণ্য করেছে। পাশাপাশি ইরানের মিসাইল হামলা চলেছে উত্তর সিরিয়াতেও। উল্লেখ্য, ইজরায়েল ও হামাসের যুদ্ধে শুরু থেকেই হামাসের পাশে দাঁড়িয়েছে ইরান। গাজায় ইজরায়েল যে অপরাধ করছে তাতে মদত দিচ্ছে আমেরিকা। এমনটাই অভিযোগ করেছে ইরান। এই পরিস্থিতিতে ইজরায়েলের গুপ্তচর সংস্থার দফতরে ইরানের হামলা এই যুদ্ধকে অন্য মাত্রা দেবে বলে মনে করছেন কূটনৈতিক মহল।

Latest article