রমেশবাবু প্রজ্ঞানন্দ (Ramesh Pragyananda) বিশ্ব চ্যাম্পিয়ন (World champion) ডিং লিরেনকে হারিয়েছেন। এর ফলে প্রজ্ঞানন্দ, বিশ্বনাথন আনন্দকে টপকে এক নম্বর ভারতীয় দাবা খেলোয়াড় হয়ে উঠেছেন । বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে এই জয়ের পরে প্রজ্ঞানন্দ বলেছেন, তিনি মনে করেন যে দিন তিনি এমন শক্তিশালী খেলোয়াড়কে পরাজিত করেন না কেন সেটি তাঁর জন্য সব সময় বিশেষ। ১৬ জানুয়ারি ইতিহাস সৃষ্টি করলেন প্রজ্ঞানন্দ। টাটা স্টিল দাবা টুর্নামেন্টে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে পরাজিত করেন।
আরোও পড়ুন-চলন্ত বিমানে ১০০ মিনিট শৌচালয়ে আটকে ব্যক্তি
এই জয়ের ভিত্তিতেই তিনি গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দকে পিছনে ফেলে দিয়েছেন। প্রজ্ঞানন্দ যদিও ভাবেননি যে তিনি এই খেলোয়াড়কে এত সহজে হারাতে পারবেন। এদিনের ম্যাচের পরে প্রজ্ঞানন্দ জানান, ‘আমি ভেবেছিলাম আমি খুব সহজেই ম্যাচটা ড্র করতে পারব। তবে তারপরে সে কিছু ভুল করতে শুরু করে, যেটার আশাও আমি করিনি।’
আরোও পড়ুন-যাত্রী সুবিধার্থে ৬টি বিমানবন্দরে ‘ওয়ার রুম’
এদিন তিনি আরো বলেন, ‘ক্লাসিকাল দাবায় বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে এটি আমার প্রথম জয়। এই জয় পেয়ে আমার ভালো লাগছে। টুর্নামেন্টের শেষ পর্যন্ত এটাকে ধরে রাখতে হবে যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ‘