আহমেদাবাদে পাখি উদ্ধারের সময় বিদ্যুৎ.পৃষ্ট হয়ে মৃ.ত্যু দমকলকর্মীর

সানন্দের একজন দমকল কর্মী অনিল পারমার, আমেদাবাদের বোপাল ঝুমা রোডে দেব রেসিডেন্সির কাছে আটকে পড়া পাখিটিকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ।

Must read

বিদ্যুৎ সংযোগের একটি লাইনে আটকে থাকা একটি পাখিকে বাঁচানোর সাহসী প্রচেষ্টা এক মর্মান্তিক পরিণতিতে গিয়ে দাঁড়াল। আহমেদাবাদে (Ahmedabad) দমকল বিভাগের (Fire Brigade) এক কর্মীর মৃত্যু শোকের আবহ তৈরী করেছে এলাকা জুড়ে। সানন্দের একজন দমকল কর্মী অনিল পারমার, আমেদাবাদের বোপাল ঝুমা রোডে দেব রেসিডেন্সির কাছে আটকে পড়া পাখিটিকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন । এই ঘটনাটি নিরাপত্তা প্রোটোকল এবং এই ধরনের অপারেশনের জন্য অনুমোদিত পদ্ধতি সম্পর্কে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে।

আরোও পড়ুন-বিশ্বনাথন আনন্দকে টপকে এক নম্বরে প্রজ্ঞানন্দ

প্রাথমিক খবরে জানা গেছে, মঙ্গলবার সকালে দমকল বাহিনীর কাছে পাখিটির অবস্থা সম্পর্কে জানিয়ে একটি ফোন আসে। অনিল পারমার এবং তার দল প্রাণীটিকে সহায়তা করতে প্রস্তুতি নেন। উদ্ধারের চেষ্টা চলাকালীন, পারমারের হাত হাই-টেনশন তারের সংস্পর্শে আসে এবং সাথে সাথেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার সহকর্মীরা, ভয়ঙ্কর ঘটনাটি দেখে খুব দ্রুত তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। তারা তাকে দড়ি দিয়ে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। চিফ ফায়ার অফিসার জয়েশ খাদিয়া ও অন্যান্য আধিকারিকদের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

আরোও পড়ুন-চলন্ত বিমানে ১০০ মিনিট শৌচালয়ে আটকে ব্যক্তি

লাইনটি বিচ্ছিন্ন না করে কে অপারেশনটির অনুমোদন দিয়েছে সেটা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করা হয়েছে। খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে প্রশ্ন উঠছে কর্মীদের নিরাপত্তা নিয়ে।

 

Latest article