শুরু হল সংহতি মিছিলের প্রস্তুতি

Must read

প্রতিবেদন: নেত্রী মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের নেতৃত্বে আগামী ২২ জানুয়ারি, সোমবার সর্বধর্মের প্রতিনিধিদের সমন্বয়ে সংহতি মিছিলের (Sanghati Rally) প্রস্তুতি সভা করল তৃণমূল কংগ্রেস। দলের রাজ‌্য সভাপতি সুব্রত বক্সির ভবানীপুরের অফিসে বুধবার দুপুরে এই প্রস্তুতি সভায় কলকাতার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি এবং দক্ষিণ কলকাতার জেলা তৃণমূল সভাপতি বিধায়ক দেবাশিস কুমার উপস্থিত ছিলেন। মিছিলের রুট ও অংশগ্রহণের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। উত্তর ও দক্ষিণ কলকাতার সমস্ত ওয়ার্ড থেকেই তৃণমূল কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতিদের মিছিল নিয়ে বেলা আড়াইটার মধ্যে হাজরা মোড়ে এসে জমায়েত হতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন কালীঘাটে পুজো দিয়ে এসে মমতা বন্দ্যোপাধ‌্যায় মিছিলের নেতৃত্ব দেবেন। সঙ্গে থাকবেন সর্বধর্মের প্রতিনিধিরা। মিছিল শুরু হয়ে হাজরা রোড ধরে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে সেভেন পয়েন্ট দিয়ে পার্কসার্কাস ময়দান পৌঁছাবে। সেখানেই মুখ‌্যমন্ত্রী বক্তব‌্য রাখবেন। দলের তরফে সংহতির (Sanghati Rally) বার্তা দিয়ে প্ল‌্যাকার্ড রাখা হবে। ওয়ার্ডের সর্বধর্মের নানা সংগঠন ও প্রতিনিধিদের ওই মিছিলে নিয়ে আসতে হবে। মিছিলে দলের কলকাতা শাখার ছাত্র-যুব-মহিলা ও শ্রমিক সংগঠনের সমস্ত কর্মীকেও আসতে বলা হচ্ছে।

আরও পড়ুন- নারীবিদ্বেষী মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির, মুখ্যমন্ত্রীকে অপমানের নিন্দায় সরব তৃণমূল নেতৃত্ব

Latest article