নারীবিদ্বেষী মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির, মুখ্যমন্ত্রীকে অপমানের নিন্দায় সরব তৃণমূল নেতৃত্ব

বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন

Must read

বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মুখ্যমন্ত্রী কার দেওয়া ফোন ব্যবহার করেন, যে শাড়ি পরেন তার টাকা কোথা থেকে আসে বা কেউ ওই শাড়ি বাজার থেকে এনে দিতে পারবেন কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা।

আরোও পড়ুন-চলন্ত বিমানে ১০০ মিনিট শৌচালয়ে আটকে ব্যক্তি

সুকান্ত মজুমদার বলেন, ‘ওনার হাতে যে অ্যাপেল ফোন রয়েছে সেটি কোথা থেকে কিনেছেন? উনি যদি ভাতা না নেন, তাহলে বিনা পয়সায় কেউ দিয়েছে। আর এখনকার দিনে ফ্রিতে কেউ জিনিস দিলে সে নিশ্চয় ধান্দা ছাড়া দেবে না।’ তিনি বলেন, ‘মমতা যে পরেন সেই শাড়ি বাংলায় আর এক পিসও পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় ডিজাইন করা শাড়ি পরেন। ওই শাড়ির এক কপি কেউ এনে দিতে পারবেন আমায়? আমি চ্যালেঞ্জ করছি, ওই শাড়ি বাংলার বাজারে মিলবে না।’ তিনি প্রশ্ন তোলেন, ‘ডিজাইনার শাড়ি কি মুখ্যমন্ত্রীকে কেউ বিনামূল্য়ে দেন? না হলে এতটাকা কোথা থেকে আসে?’

আরোও পড়ুন-বিশ্বনাথন আনন্দকে টপকে এক নম্বরে প্রজ্ঞানন্দ

রাজ্য সভাপতির এই বক্তব্যের নিন্দা করেন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। নিজের এক্স হ্যান্ডেলে এদিন চন্দ্রিমা ভট্টাচার্য ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘প্রধানমন্ত্রীর ‘দিদি ও দিদি’ ডাকের পর বিজেপি রাজ্য নেতৃত্ব এখন মুখ্যমন্ত্রীকে টার্গেট করেছে। ‘ধান্দা’ শব্দের মত অবমাননাকর শব্দ ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে । একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি এই ধরনের মন্তব্য তাদের নারীবিদ্বেষী মনোভাবের পরিচয় দেয়। সুকান্ত মজুমদারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে!’

 

আরোও পড়ুন-আহমেদাবাদে পাখি উদ্ধারের সময় বিদ্যুৎ.পৃষ্ট হয়ে মৃ.ত্যু দমকলকর্মীর

এই মর্মে রাজ্যের মন্ত্রী ড: শশী পাঁজা নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘নারীবিদ্বেষী মনোভাবের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে ছাপিয়ে এক ধাপ এগিয়ে গিয়েছেন সুকান্ত মজুমদার। একজন বিজেপি সাংসদই ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর কথা বলার সময় “ধান্দা” শব্দ ব্যবহার করতে পারেন। বিজেপিকে ক্ষমা চাইতে হবে!’

 

আরোও পড়ুন-স্বাস্থ্য মন্ত্রকের তরফে সর্বভারতীয় স্তরে রাজ্যের তিন হাসপাতালকে সাফল্যের স্বীকৃতি

প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৩ সালে নির্বাচনের সময় কমিশনকে দেওয়া হলফনামার ভিত্তিতে ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস্ (এডিআর)- জানায় দেশের সব থেকে ‘গরিব’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা।

Latest article