আজ গুরু গোবিন্দ সিংয়ের (Guru Gobind Singh) আর্বিভাব দিবস। এই বিশেষ দিনে শিখ সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরু গোবিন্দ সিংকে শ্রদ্ধাও জানিয়েছেন তিনি। একইসঙ্গে গুরু গোবিন্দ সিংয়ের (Guru Gobind Singh) আবির্ভাব দিবসে শিখ সম্প্রদায়ভুক্ত সরকারি কর্মচারীদের ছুটির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
আরও পড়ুন- গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিনে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি
নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ঘোষণা করতে পেরে আনন্দিত, যে এখন থেকে গুরু গোবিন্দ সিংজির ‘প্রকাশ পুরব’-এ পশ্চিমবঙ্গের শিখ সম্প্রদায়ভুক্ত সমস্ত রাজ্য সরকারি কর্মী, শিক্ষক, পঞ্চায়েত এবং পুরসভার কর্মী, রাজ্য বোর্ড, কর্পোরেশন এবং অধীনস্থ কর্মীদের জন্য বিভাগীয় ছুটি থাকবে।“ পাশাপাশি তিনি গুরুজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, জো বলে সো নিহাল/ সৎ শ্রী আকাল।
Glad to announce that henceforth the 'Prakash Purab' of Shri Guru Gobind Singhji will be a sectional holiday for all state government employees, teachers, panchayat and municipal employees, state boards, corporations and undertakings employees etc. of West Bengal belonging to the… pic.twitter.com/NF11LHDLrG
— Mamata Banerjee (@MamataOfficial) January 17, 2024