শৈত্যপ্রবাহ থেকে এখনই মুক্তি নেই, দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩-এর কম

Must read

প্রতিবেদন : প্রবল শীতে (Cold wave- Delhi) বিপর্যস্ত উত্তর ভারত তথা রাজধানীর জনজীবন। প্রতিদিন পাল্লা দিতে চলছে পারদ পতন। বুধবার দিল্লির কিছু এলাকায় তাপমাত্রা নামল ৩-এর নিচে। সেই সঙ্গে কুয়াশায় দৃশ্যমানতা ভোরে দাঁড়াল মাত্র ২০০ মিটারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে এই শৈত্যপ্রবাহ অন্তত ২০ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে। সোমবার থেকে রাজধানীর মানুষ ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রার সম্মুখীন হয়েছেন। তবে বুধবার দিল্লির জাফরপুর এলাকায় বুধবার তাপমাত্রা ছিল ২.৭ ডিগ্রি সেলসিয়াস। বিমানবন্দর পালাম এলাকার তাপমাত্রা নামে ৩.৫ ডিগ্রিতে। কুয়াশার জেরে বিপর্যস্ত হয় বিমান ওঠা-নামা। প্রায় ১২০টি বিমানের সময় পরিবর্তন হয়। দিল্লিগামী ২০ টি ট্রেন দেরিতে চলে।

আরও পড়ুন- বিজেপি এখন অপরাধীদের আঁতুড়ঘর, পরিষেবায় বেহাল

দিল্লি সংলগ্ন রাজ্যগুলিতেও অল্প সময়ের মধ্যে আবহাওয়ার পরিবর্তনের লক্ষণ নেই বলে জানিয়েছে আবহাওয়া (Cold wave- Delhi) দফতর। জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। তবে উত্তর ও উত্তর-পূর্বের বেশ কিছু রাজ্যে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। এর মধ্যে রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও সিকিম। পূর্বাভাস অনুযায়ী ১৭-২১ জানুয়ারি পর্যন্ত বিহার, উত্তর রাজস্থানের বিচ্ছিন্ন অংশে ,ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমে ঘন কুয়াশা থাকবে। এ ছাড়াও একই সময়ে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও ঘন কুয়াশাতে ঢাকা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Latest article