প্রতিবেদন : বইমেলায় জাগোবাংলা স্টলই সব থেকে সেরা। সংবিধানকে কেন্দ্র করে স্টল সাজিয়েছে জাগোবাংলা। জাগোবাংলার স্টল ঘুরে দেখার পর একান্ত আলাপচারিতায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বইমেলার উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বেশকিছু স্টল ঘুরে দেখার পর জানান জাগোবাংলার স্টলই সেরা। ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় স্বমেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকশিল্পীদের সঙ্গে এদিন সঙ্গত দেন মুখ্যমন্ত্রী। ঢাক বাজান। সব মিলিয়ে বৃহস্পতিবার প্রথম দিনেই জমজমাট সল্টলেকের বইমেলা।
আরও পড়ুন-৮ কোটি টাকায় ১৮৯টি প্রকল্প, পূর্ব বর্ধমান জেলায় সৌরবিদ্যুৎ
সেন্ট্রাল পার্কে হাজির হয়েই মমতা ঘুরে দেখেন বিভিন্ন স্টল। যান পর্যটন দফতর, পুলিশ-সহ বিভিন্ন স্টলে। চলে যান ‘জাগোবাংলা’র স্টলেও। এবার ভারতীয় সংবিধানের আদলে তৈরি হয়েছে তৃণমূলের মুখপত্র ‘জাগোবাংলা’র স্টলটি। প্রদীপ জ্বালিয়ে ফিতে কেটে জাগোবাংলা স্টলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
প্রিয় ‘দিদি’কে কাছে পেয়ে আপ্লুত শিল্পীরাও। এদিন জাগোবাংলা নিয়ে মুখ্যমন্ত্রী নিজের লেখা কবিতা পাঠ করেন। তাঁর কবিতা: জাগোবাংলা জাগো/ নব কলেবরে জাগো/ সার্থক হও মাগো/ পরিপূর্ণতায় জাগো।