সংবাদদাতা, জয়পুর : বাঁকুড়া (Bankura) জেলার বহু অঞ্চলই পর্যটকদের বিশেষ পছন্দের। এখানে যেমন রয়েছে টেরাকোটা মন্দির, তেমনই রয়েছে শুশুনিয়া পাহাড়, সমুদ্রবাঁধ। আর রয়েছে জয়পুরের জঙ্গল। তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় পর্যটক টানতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। তারই জেরে জয়পুরের পর্যটনের বিকাশে শুরু হচ্ছে জয়পুর উৎসব। জয়পুরের অন্যতম আকর্ষণ তার জঙ্গল। সেখানে হরিণ, ময়ূর, বুনো শুয়োর আর হাতিদের অবাধ বিচরণক্ষেত্র। জঙ্গলের শোভা আর বন্যজন্তুই এখানকার বড় আকর্ষণ। সেদিকটায় জোর দিতেই এই উৎসবের আয়োজন। জয়পুরে এক সরকারি রিসর্টে সাংবাদিক সম্মেলন করে জয়পুর উৎসবের ২০২৪-এর থিম সঙ্গীত, লোগো ও অনুষ্ঠানসূচির কথা ঘোষণা করা হল, জয়পুর উৎসব কমিটির তরফে। ২৫ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি জয়পুর হাই স্কুল মাঠে হবে উৎসব। এই মেলায় জেলার সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি উৎসবের আসর মাতাবে কলকাতা ও মুম্বইয়ের খ্যাতনামা শিল্পীরা। সাংবাদিক সম্মেলনে ছিলেন রাজ্য সহ-সভাপতি শুভাশিস বটব্যাল, বিধায়ক হরকালী প্রতিহার, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ, মৎস্য ও প্রাণিসম্পদ, সুজাতা মণ্ডল, ব্লক সভাপতি কৌশিক বটব্যাল, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি, জয়পুর বিডিও এবং কর্মাধ্যক্ষরা।
বাঁকুড়া জেলার জয়পুরে পর্যটক টানতে হবে উৎসব
জয়পুরে এক সরকারি রিসর্টে সাংবাদিক সম্মেলন করে জয়পুর উৎসবের ২০২৪-এর থিম সঙ্গীত, লোগো ও অনুষ্ঠানসূচির কথা ঘোষণা করা হল, জয়পুর উৎসব কমিটির তরফে