কথাশিল্পীর জন্মভিটের মাটি গেল সামতাবেড়েতে

বাল্যজীবন এসে মিশল বার্ধক্যে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে হুগলির দেবানন্দপুরের মাটি আনা হল হাওড়ার সামতাবেড়েতে

Must read

সংবাদদাতা, হাওড়া : বাল্যজীবন এসে মিশল বার্ধক্যে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে হুগলির দেবানন্দপুরের মাটি আনা হল হাওড়ার সামতাবেড়েতে। ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৫২তম শরৎমেলা। তার আগে শরৎচন্দ্রের জন্মভিটের মাটি গেল সামতাবেড়েতে। দেবানন্দপুরের মাটি নিয়ে গিয়ে সামতাবেড়েতে একটি গাছ লাগানো হবে দুই জায়গার মেলবন্ধনের স্মারক হিসাবে।

আরও পড়ুন-বাঁকুড়া জেলার জয়পুরে পর্যটক টানতে হবে উৎসব

বুধবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মেলার মুখ্য উপদেষ্টা ও বিধায়ক সুকান্ত পাল। তিনি বলেন, শরৎচন্দ্র শৈশব কাটিয়েছেন হুগলির দেবানন্দপুরে। আর বার্ধক্য কাটিয়েছেন হাওড়ার আমতার সামতাবেড়েতে। কথাশিল্পীর শৈশব ও বার্ধক্যের মেলবন্ধন ঘটাতেই আমরা দেবানন্দপুরের মাটি এনে সামতাবেড়েতে শরৎমেলা উদযাপন করছি। রবিবার ২১ জানুয়ারি মেলার উদ্বোধন করবেন পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। ২৮ জানুয়ারি পর্যন্ত ৮ দিন মেলা চলবে। এবার শরৎ পুরস্কারে ভূষিত করা হবে ২০২৩-এ সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রাপক বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তীকে। প্রতিদিনই মেলা প্রাঙ্গণে বাংলার বিভিন্ন লোকসংস্কৃতিকে ফুটিয়ে তোলার পাশাপাশি গান, নাচ, কবি-সম্মেলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে শরৎচন্দ্রের বিভিন্ন লেখার প্রদর্শনীও।

Latest article