প্রতিবেদন : ফের একবার বাণিজ্যতরীতে জলদস্যুদের ড্রোন হামলা। এবার এডেন উপসাগরে আক্রান্ত মার্কিন পণ্যবাহী জাহাজ। হামলার খবর পেয়েই আক্রান্ত জাহাজকে সাহায্য করতে সেখানে পৌঁছয় ভারতীয় নৌসেনা যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তনম।
আরও পড়ুন-কথাশিল্পীর জন্মভিটের মাটি গেল সামতাবেড়েতে
জানা গিয়েছে, বুধবার বেশি রাতে এডেন উপসাগরে মার্শাল আইল্যান্ডের নিশানবাহী বাণিজ্যতরী এমভি জেনকো পিকার্ডিতে ড্রোন হামলা চালানো হয়। আক্রান্ত হওয়ার পর ভারতীয় নৌসেনার কাছে সাহায্য চায় জাহাজটি। খবর পেয়ে দ্রুতে উদ্ধারের জন্য সেখানে পৌঁছয় নৌসেনার জাহাজ। আইএনএস বিশাখাপত্তনম। জলদস্যুদের দমনে ওই এলাকায় মোতায়েন ছিল রণতরীটি। মনে করা হচ্ছে, এই হামলার পিছনে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাত রয়েছে।
আরও পড়ুন-বাঁকুড়া জেলার জয়পুরে পর্যটক টানতে হবে উৎসব
সূত্রের খবর, ২২ জন নাবিক ছিলেন জাহাজটিতে, যার মধ্যে ৯ জন ভারতীয়। হামলার জেরে জাহাজটি অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনও খবর নেই। বৃহস্পতিবার সকালেই এমভি জেনকো পিকার্ডিতে গিয়েছেন নৌসেনার ইওডি বিশেষজ্ঞরা। হামলায় জাহাজটির কী কী ক্ষতি হয়েছে তাঁরা তা খতিয়ে দেখেন। তবে বুধবারের এই হামলার পিছনে কারা রয়েছে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, ইজরায়েল ও হামাস যুদ্ধের জেরে বর্তমানে রীতিমতো উত্তপ্ত লোহিত সাগর। সেখানে একের পর এক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালাচ্ছে হুথি জঙ্গিগোষ্ঠী। এডেন উপসাগরে এই হামলার নেপথ্যেও হুথি জঙ্গিরা রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।