ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার সভা থেকেই মানুষকে কথা দিয়েছিলেন ধূপগুড়ি মহকুমা হবে৷ তৃণমূল কংগ্রেস সেই কথা রেখেছে। মহকুমার (সাবডিভিশন) মর্যাদা পেয়েছে ধূপগুড়ি। ট্যুইট করে আনন্দ প্রকাশ করেছেন অভিষেক (Abhishek Banerjee)।
আরও পড়ুন-১০০ দিনের কাজে বকেয়া প্রাপকদের বঞ্চনা নয় : কোর্ট
নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লিখেছেন, “কথা দিয়ে কথা রাখার নামই হল তৃণমূল। ২ সেপ্টেম্বর, আমি ধূপগুড়িকে মহকুমা করার অঙ্গীকার করেছিলাম। আমাদের মা মাটি মানুষ সরকার প্রতিশ্রুতি পূরণ করেছে তা জানাতে পেরে সম্মানিত।“ একইসঙ্গে মহকুমা হওয়ায় ধূপগুড়িবাসীর আনন্দ প্রসঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, “মাইলের পর মাইল দূরে হলেও আজ চোখ বন্ধ করলেই দেখি আনন্দে উদ্বেলিত মুখগুলি!”
কথা দিয়ে কথা রাখার নামই হল তৃণমূল।
On September 2, I made a pledge to upgrade DHUPGURI into a SUB DIVISION. Honoured to share that our Maa Maati Manush Govt has fulfilled the pledge.
Though miles away, today, when I close my eyes, I see jubilant faces light up in celebration! pic.twitter.com/BNm0ujLXmU
— Abhishek Banerjee (@abhishekaitc) January 19, 2024
ধূপগুড়িবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করলে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার৷ সবকিছু এগিয়েও দু–একটি ক্ষেত্রে আইনি জটিলতায় সিদ্ধান্ত ঝুলে ছিল৷ জট ছাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ফোন করেন৷ বলেন, আমাদের তরফে সবকাজ সারা৷ ফাইল আপনার ওখানে আটকে আছে৷ মানুষ ভাবছে রাজ্য সরকারের গাফিলতিতে আটকে আছে৷ অনুগ্রহ করে আপনি ফাইল ছেড়ে দিন৷ এতে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন৷ এরপরই প্রধান বিচারপতি ফাইল ছেড়ে দেন৷ এরপর সব বাধা–বিপত্তি পেরিয়ে এবং আইনি জটিলতা কাটিয়ে ধূপগুড়ি মহকুমার মর্যাদা পেল৷