১০০ দিনের কাজে বকেয়া প্রাপকদের বঞ্চনা নয় : কোর্ট

Must read

প্রতিবেদন : প্রকৃত অর্থে যারা দুঃস্থ-বৈধ প্রাপক, তাদের কোনওভাবেই বঞ্চিত করা যায় না। কিছু লোক যদি দুর্নীতি করেও থাকে তার জন্য বাকিরা কেন বকেয়া থেকে বঞ্চিত হবে। ১০০ দিনের বকেয়া টাকা নিয়ে এভাবেই বৃহস্পতিবার ভরা এজলাসে জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তাঁর প্রশ্ন, বহু মানুষ মনরেগা স্কিমের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। তার বর্তমান অবস্থা কী? কোনও অবস্থাতেই প্রাপকদের বঞ্চিত করা যায় না। বৈধ জবকার্ডধারীদের খতিয়ান যাচাই করতে চার সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত (Calcutta High Court)। বিচারপতি টি এস শিবজ্ঞানম ও হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ কেন্দ্র ও রাজ্য সরকার, ক্যাগ এবং অ্যাকাউন্ট্যাট জেনারেলের অফিসের একজন করে প্রতিনিধি ওই কমিটির সদস্য হিসাবে থাকবেন। আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানিতে ওই কমিটির নামের তালিকা জমা দিতে হবে আদালতে।

আরও পড়ুন- মন্দির–মসজিদ গুরুদ্বারে প্রার্থনা: ২২–এ নেত্রীর সর্বধর্ম মিছিল

Latest article