বাম আমলের কুকীর্তির পরিণতি

Must read

সংবাদদাতা, হুগলি : বাম আমলের কুকীর্তির পরিণতি, দুর্নীতির ফসল। প্রাথমিক স্কুলের চাকরির নিয়োগপত্র পেলেন হুগলির ষাটোর্ধ্ব ৬৬ জন (West Bengal)। এদিকে এই নিয়োগপত্র পাওয়ার আগেই মৃত্যু হয়েছে চারজনের। যদিও প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনেই তাঁরা এই নিয়োগপত্র পাঠিয়েছেন। এক্ষেত্রে তাঁদের কিছুই করার নেই। প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ২০ ডিসেম্বর হাইকোর্ট রায় দেয় নিয়োগপত্র দেওয়ার। সেই মতো ৬৬ জনের নিয়োগপত্র ছাড়া হয়, যাঁরা ২০১৪ সালের ৮ অগাস্ট থেকে এফেক্ট পাবেন (West Bengal)। উল্লেখযোগ্য হল ১৯৮৩ সালে জ্যোতি বসুর জমানায় এই কুকীর্তিটি হয়।

আরও পড়ুন- ১০০ দিনের কাজে বকেয়া প্রাপকদের বঞ্চনা নয় : কোর্ট

Latest article