প্রতিবেদন : এই প্রথম রাজ্য সঙ্গীত গেয়ে শুরু হল কলকাতা পুরসভার অধিবেশন (Kolkata Municipality)। শুক্রবার প্রথমবার মাসিক অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাবের আগে উঠে দাঁড়িয়ে গাওয়া হল রাজ্য সঙ্গীত। শেষে যথারীতি জাতীয় সঙ্গীতের মাধ্যমেই শেষ হয় অধিবেশন। শোকপ্রস্তাবের মাধ্যমেই পুরসভার (Kolkata Municipality) অধিবেশন শুরুর রীতি বহুদিনের। এদিন সেই প্রথা ভেঙে প্রথমবার রাজ্য সঙ্গীত দিয়ে অধিবেশনের সূচনা হল। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গত বছরের শেষে মুখ্যসচিব যেকোনও সরকারি অনুষ্ঠানের শুরুতে রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল’ গেয়ে বা বাজিয়ে অনুষ্ঠান শুরু করার নির্দেশিকা জারি করেছিলেন। সেই নির্দেশিকা মেনে এবার কলকাতা পুরসভার বছরের প্রথম অধিবেশনই শুরু হল সেই রাজ্য সঙ্গীত বাজিয়ে। এই নিয়ে মহানাগরিক ফিরহাদ হাকিম বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘জনগণমন’ জাতীয় সঙ্গীত হিসেবে গেয়ে আমরা যেমন ভারতীয় হিসেবে গর্ববোধ করি, তেমনই ‘বাংলার মাটি বাংলার জল’ গেয়ে আমরা বাঙালি হিসেবে ও বাংলার মানুষ হিসেবে গর্ববোধ করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এর জন্য আমরা কৃতজ্ঞ। এটা আমাদের নিজস্ব রাজ্য সঙ্গীত। মেয়র বঙ্গভঙ্গের কথা মনে করিয়ে আরও বলেন, বঙ্গভঙ্গের সময়ও আজকের দিনের মতোই মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা হয়েছিল। শুধু ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করা হয়। তখন এই গান গেয়ে রবি ঠাকুর সম্প্রীতির বার্তা দিয়েছিলেন। আমরাও তাঁর রাস্তা অনুসরণ করে যেকোনও রকমের ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে। বাংলায় সব ধর্মের মানুষ এক। আমাদের এই রাজ্য সঙ্গীত সেই ধর্ম নিরপেক্ষতারই প্রতীক।
আরও পড়ুন- প্যারোলে মুক্ত ধর্ষক রাম রহিম, দু’মাসের মধ্যে ফের ৫০ দিনের ‘ছুটি’