স্টেশনে ভিক্ষা করেই কোটি টাকার ব্যাঙ্ক ব্যালান্স!

শিরোনামে পাটনার পাপ্পু কুমার

Must read

প্রতিবেদন : পেটের দায়ে ভিক্ষে করে অনেকেই জীবনযাপন করেন। চরম দারিদ্র, পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা অথবা উপার্জনের অক্ষমতা ভিক্ষা করে জীবনধারণে বাধ্য করে অনেককেই। কিন্তু স্রেফ ভিক্ষা করে কোটি টাকার মালিক হওয়ার ঘটনা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। পাটনার পাপ্পু কুমার। পেশায় ভিক্ষুক। বিহারের এই ব্যক্তি নামেই ভিখারি (Rich Beggar), ব্যাঙ্ক ব্যালান্স বলছে তিনি আসলে কোটির বেশি টাকার মালিক। শুধু তাই নয়, পাপ্পু ভিখারির ছেলে এখন ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশুনো করে। মিডিয়ার খবর অনুযায়ী, ভিক্ষুক (Rich Beggar) পাপ্পুর কাছে পিএনবি, এসবিআই, ব্যাঙ্ক অফ বরোদা এবং এলাহাবাদ ব্যাঙ্কের এটিএম কার্ড রয়েছে। পাপ্পু পাটনা রেলস্টেশনে বহুদিন ধরেই ভিক্ষা করেন। জানা গিয়েছে, এই মুহূর্তে তিনি ১.২৫ কোটি টাকার মালিক। ভিক্ষা করে পাটনার দু-জায়গায় জমিও কিনে রেখেছেন। মিডিয়ার সামনে পাপ্পু কুমার জানিয়েছেন, তিনি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন। কিন্তু একদিন রাগের বশে সব ছেড়েছুড়ে বাড়ি থেকে পালিয়ে আসেন। মুম্বইয়ে এক ট্রেন দুর্ঘটনায় তাঁর দুটি পা কাটা পড়ে। কিন্তু তাতেও তাঁর মনোবল ভেঙে পড়েনি। এরপর থেকেই মুম্বই রেলস্টেশনে প্রতিদিন ভিক্ষা করতে শুরু করেন। কোনওদিন ১০০০, কখনও দৈনিক ৭০০-৮০০ টাকা রোজগার করতেন তিনি। তারপর পাকাপাকিভাবে পাটনায় চলে আসেন। এখন তিনি পাটনার কোটিপতি পাপ্পু ভিখারি নামেই সবার কাছে পরিচিত। যদিও শুধু ভিক্ষা করে কীভাবে এই বিপুল পরিমাণ অর্থ রোজগার সম্ভব, তাও আবার পাটনায় বসে, সে এক রহস্য!

আরও পড়ুন- মৃত অগ্নিবীরের প্রাপ্য সম্মান চান শোকার্ত বাবা

Latest article